— প্রতীকী চিত্র।
পাঁচ বছরের সন্তানের সামনেই তার মায়ের গায়ে পেট্রল ঢেলে, আগুন ধরিয়ে দিল বাবা। এমনই অভিযোগ দীপিকা বিশ্বাস নামের এক তরুণীর স্বামীর বিরুদ্ধে। এর পরে অভিযুক্ত ননীগোপাল বিশ্বাস নিজের গায়েও পেট্রল ঢেলে, আগুন ধরায়। পরে বিলের জলে ঝাঁপ দেয়। নদিয়ার হাঁসখালির ওই ঘটনায় জখম তরুণীকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
তরুণীর পরিবারের তরফে হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, সোমবার রাতে মদ খেয়ে বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করে অভিযুক্ত। পরে মঙ্গলবার সকালে উঠোনে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পরে অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও তাকে ধরে ফেলেন দীপিকার ভাইয়েরা। হাঁসখালি থানার পুলিশ এলে ননীগোপালকে তাদের হাতে তুলে দেওয়া হয়।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে