coronavirus

বাসের পরে বাস ছুটছে ভিন্ রাজ্যে, সওয়ারি সেই পরিযায়ী

শেষ পর্যন্ত তাঁদের দুয়ার খুলে দিল বেসরকারি বাসের মালিকেরা, বিশেষ করে পর্যটনের কাজে ব্যবহার হওয়া বাসগুলি পর্যটক হারিয়ে এখন শ্রমিক নিয়ে পাড়ি দিচ্ছেন ভিন্ রাজ্যে।

Advertisement

সুজাউদ্দিন বিশ্বাস

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০ ০১:১৬
Share:

দূরপাল্লার বাসযাত্রার জন্য পোস্টার। তৈরি বাসও। নিজস্ব চিত্র

লকডাউনের শুরু থেকেই ঘরে ফিরেছিলেন হাজার হাজার শ্রমিক, আর ঘরে ফিরেই তাঁরা বিপাকে পড়েছিল কাজ হারিয়ে। পঞ্চায়েতের পক্ষ থেকেও পরিযায়ী শ্রমিকদের যথেষ্ট কাজ দেওয়া হয়নি। ফলে শেষ পর্যন্ত ভিন্ রাজ্যে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠেন তাঁরা। কিন্তু এত দিন ভিন রাজ্যের পথে পা বাড়াতে পারেনি রেলপথ বন্ধ থাকায়। শেষ পর্যন্ত তাঁদের দুয়ার খুলে দিল বেসরকারি বাসের মালিকেরা, বিশেষ করে পর্যটনের কাজে ব্যবহার হওয়া বাসগুলি পর্যটক হারিয়ে এখন শ্রমিক নিয়ে পাড়ি দিচ্ছেন ভিন্ রাজ্যে। কেরল থেকে সারা ভারত ছুটে যাচ্ছে সেই সব বাস। মোটা অঙ্কের ভাড়া দিয়েই শ্রমিকেরা পাড়ি দিচ্ছেন সেই বাসে চেপে।

Advertisement

জলঙ্গি ডোমকল রানিনগর থেকে শ্রমিকদের নিয়ে প্রতিদিনই এমন বাস ছাড়ছে ভিন্ রাজ্যের উদ্দেশ্যে। বাস মালিকদের দাবি, পর্যটন ব্যবসা পুরোপুরি বন্ধ। ফলে লকডাউনের শুরু থেকেই বাস সহ কর্মীরা বসে আছে। বাসগুলি চালিয়ে কিছুটা হলেও পয়সা আসছে তাঁদের, আর ভিন্ রাজ্যে পৌঁছে যাচ্ছেন শ্রমিকরা।

এক দিকে যেমন বাস মালিক থেকে কর্মীদের পকেটে কিছু টাকা পয়সা ঢুকেছে শ্রমিকদের নিয়ে ভিন রাজ্যে রওনা দিয়ে, ঠিক তেমনই ভাবে শ্রমিকরাও নিশ্চিন্ত হচ্ছেন কাজ পেয়ে। ডোমকলের কুপিলা গ্রাম শ্রমিক আনারুল ইসলাম বলেছেন, ‘‘ঘরে ফিরে দেখলাম সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততটাই খারাপ হচ্ছে। হাজার দশেক টাকা নিয়ে বেরিয়ে পড়েছি। আর যাই হোক কর্মস্থলে পৌঁছতে পারলেই দিনে ৭০০ থেকে ৮০০ টাকা কম করে হলেও হাতে আসবে।’’

Advertisement

জলঙ্গির সাদিখাঁরদিয়ার এলাকার বাসিন্দা বাবলু মণ্ডলও বলেন, ‘‘দিন কয়েক আগে খবরের কাগজে ও সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম এলাকা থেকে সরাসরি বাস যাচ্ছে ভিন রাজ্যে। আমি আমার পুরনো কাজের জায়গা কেরলে ফিরতে চাইছিলাম। সেখানে ফেরার জন্য ৫০০০ টাকা দিয়ে আগাম টিকিট কেটে ফেলেছি। এ ছাড়া আর আমাদের সামনে কোনও উপায় নেই।’’ এখন কেবল সোশ্যাল মিডিয়াই নয়, রীতিমতো পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে পোস্টার থেকে ফ্লেক্স। গঞ্জ বাজারের মোড়ে মোড়ে ‘চলুন ভিন রাজ্যে’ বলে পোস্টার দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি তৃণমূলের মোশারফ হোসেন বলছেন, ‘‘অনেকেই বিভিন্ন রাজ্যে ফিরছেন, সেটা ঠিক। কিন্তু এর মধ্যেই বেশ কিছু প্রকল্প আমরা নিয়েছি পরিযায়ী শ্রমিকদের জন্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement