Mohammed Salim

‘সোনা পাচার’ প্রসঙ্গ টেনে অভিষেককে কটাক্ষ সেলিমের

সেখানেই তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কম্যান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কটাক্ষ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক।

Advertisement

সুদেব দাস

রানাঘাট শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ০৮:৪৬
Share:

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে কার্যত বিভিন্ন জেলায় প্রচার শুরু করে দিয়েছে সিপিএম। রবিবার রানাঘাট-১ ব্লকের রামনগরে এই রকমই এক জনসভার মঞ্চ থেকে ফের বিজেপি ও তৃণমূল বিরোধী জোটকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

Advertisement

কৃষক সভার সম্মেলন হলেও, এ দিনের মঞ্চকে নির্বাচনী প্রচারের মাধ্যম হিসেবেই কাজে লাগিয়েছে সিপিএম। সেখানেই তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কম্যান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কটাক্ষ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক। বলেছেন, ‘‘অভিষেকের বড় দুঃখ। ওর শ্যালিকাকে দিয়ে থাইল্যান্ডে, লন্ডনে টাকা পাচার করত। হাইকোর্ট বলেছে, ‘তোমার পাসপোর্ট জমা দাও। তুমি এ দিক-ও দিক যাবে না।’ ও দিকে অভিষেকের বউ এয়ারপোর্টে গেলেই সবাই ছেকে ধরে। এই বুঝি ব্যাগের মধ্যে অনেক সোনা রয়েছে, সোনা পাচার করছে।’’

সেলিমের আরও বক্তব্য, ‘‘কলকাতায় থাকার সুবাদে ছোটবেলা থেকে অনেক স্মাগলার দেখেছি। কিন্তু এমন স্মাগলার দেখিনি, যে নিজের বাড়ির বউকে দিয়ে সোনা পাচার করাচ্ছে!’’ এ ব্যাপারে জেলা তৃণমূলের মুখপাত্র বাণীকুমার রায় বলেন, ‘‘সিপিএম কখনও মহিলাদেরকে সম্মান করতে জানে না। ওদের সম্পর্কে যত কম বলা যাবে ততই ভাল। সত্যি যদি তিনি এ ধরনের কথা বলে থাকেন, তবে তার উত্তর রাজ্য স্তর থেকে দেওয়া হবে। বিধানসভার একটি আসনও সিপিএম পাইনি। এখন পঞ্চায়েতের আগে এই ধরনের মন্তব্য করে কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করছে মাত্র।’’

Advertisement

এ দিন বক্তৃতার শুরুতে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও তোপ দাগেন সেলিম। অভিযোগ করেন, ‘‘দু’ চাকা-চার চাকা-ছয় চাকা গাড়ির জন্য আলাদা করে দর বেঁধে দেওয়া রয়েছে। সিভিক পুলিশ ওই গাড়ি থেকে টাকা তুলছে। হেলমেট না থাকলে বা বাইকে তিন জন থাকলে টাকা তোলা হচ্ছে।’’

কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘‘নদিয়া কৃষি প্রধান জেলা। অথচ কৃষকেরা ফসলের দাম পাচ্ছেন না। শুধুমাত্র শিক্ষক নিয়োগে দুর্নীতি নয়, ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল, স্কুলের পোশাক, কয়লা, গরু পাচার, সরকারি প্রকল্পে ঘর, রাস্তা— সব কিছুতেই দুর্নীতি ও কাটমানি যুক্ত। সারের দাম নিয়েও কালোবাজারি হচ্ছে। চাষের প্রয়োজনে কৃষকেরা কালোবাজারে বাধ্য হয়ে বেশি দাম দিয়ে সার কিনছেন। চোরেদের আলাদা করে কোনও পরিচয় হয় না।’’ সিপিএমের রাজ্য সম্পাদকের বক্তব্য, ‘‘আমরা কোঅপারেটিভ গড়ে তুলেছিলাম। অথচ সেই কো-অপারেটিভগুলি এখন জোর করে তৃণমূল দখল করে নিয়েছে। ইতিহাসে যেমন মৌর্য সাম্রাজ্য ছিল তেমনই এখন তৃণমূলেরচৌর্য সাম্রাজ্য চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন