পুজোর মাস কাবার, তবু মিলল না ভাতা

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ভাতা ৮,৯৩০ টাকা ও শিশু শিক্ষাকেন্দ্রের মাসিক ভাতা ৫,৯৫৪ টাকা। সাধারণত তা মাসের দ্বিতীয় সপ্তাহে মেলে। কিন্তু এ মাসে এখনও ফান্ড না আসায় কেউই ভাতা পাননি।

Advertisement
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ০৭:৫০
Share:

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ গড়িয়ে গেল। তবুও ভাতা পেলেন না জেলার মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ও শিশুশিক্ষা কেন্দ্রের সম্প্রসারক ও সম্প্রসারিকারা। ভাতা চেয়ে স্মারকলিপিও জেলা পরিষদের সভাধিপতির কাছে জমা পড়েছে। কিন্তু তাতে পরিস্থিতির হেরফের হয়নি। এ দিকে দিন কয়েক পরেই পুজো, মহরম। তাই নতুন জামা কাপড় কেনা তো দূর, ছেলেমেয়েদের হাতে পুজোর খরচটুকু তুলে দিতে পারবেন কি না তা নিয়ে সংশয়ে তাঁরা।

Advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ভাতা ৮,৯৩০ টাকা ও শিশু শিক্ষাকেন্দ্রের মাসিক ভাতা ৫,৯৫৪ টাকা। সাধারণত তা মাসের দ্বিতীয় সপ্তাহে মেলে। কিন্তু এ মাসে এখনও ফান্ড না আসায় কেউই ভাতা পাননি।

জেলার প্রায় প্রতিটি ব্লকের সব গ্রাম পঞ্চায়েতে একাধিক শিশুশিক্ষা কেন্দ্র ও একটি করে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র রয়েছে। শিশু শিক্ষাকেন্দ্রগুলিতে ছাত্র পিছু কোথাও তিন জন কোথাও চার জন কর্মী রয়েছেন। মাধ্যমিক শিক্ষাকেন্দ্র গুলিতে কোথাও ৬ জন কোথাও ৮ জনও কর্মী রয়েছে। মাসিক ভাতা না পেয়ে বিপাকে পড়ছেন তাঁরা।

Advertisement

নওদার মধুপুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের সম্প্রসারক কাঞ্চন বন্দ্যোপাধায় বলেন, ‘‘সাধারণত, সেপ্টেম্বরের ৮ থেকে ১১ তারিখের মধ্যে টাকা হতে পাই। কিন্তু ২২ তারিখ কেটে গেলেও সেই টাকা হাতে আসেনি।’’ বেলডাঙার দেবকুন্ডু এলাকার একটি শিশু শিক্ষাকেন্দ্রের এক সম্প্রসারিকা বলেন, ‘‘শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ। তারপর সোম ও মঙ্গলবার কাটলেই টানা পুজোর ছুটি। এরই মধ্যে টাকা পাব কিনা জানি না। না পেলে খুব সমস্যায় পড়তে হবে।’’

কেন ভাতার টাকা মিলছে না তা জানতে চেয়ে অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) এনাউর রহমানকে ফোন করা হলে তিনি কোন উত্তর দেননি। এসএমএসেরও জবাব মেলেনি। তবে জেলা পরিষদের সভাধিপতি বৈদ্যনাথ দাস বলেন, ‘‘সমস্যার কথা আমি জানি। দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত ১২ সেপ্টেম্বর আমার কাছে স্মারকলিপিও জমা পরে। আমি লিখিত ভাবে শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। কিন্তু কোনও উত্তর এখনও মেলেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন