ইটের ঘায়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিবেশীর ছোড়া ইটে মৃত্যু হল আমিনাল শেখ (৬৫) নামে এক বৃদ্ধের। জখম এক যুবকও। মঙ্গলবার বিকেলে খড়গ্রামের জটারপুরে। এ ঘটনায় পড়শি ৮ জনের নামে খুনের মামলা দায়ের করেছে আমিনালের পরিবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০০:১২
Share:

প্রতিবেশীর ছোড়া ইটে মৃত্যু হল আমিনাল শেখ (৬৫) নামে এক বৃদ্ধের। জখম এক যুবকও। মঙ্গলবার বিকেলে খড়গ্রামের জটারপুরে। এ ঘটনায় পড়শি ৮ জনের নামে খুনের মামলা দায়ের করেছে আমিনালের পরিবার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে রাস্তার পাশে নলকূপ থেকে জল আনতে গিয়েছিলেন আমিনাল। জল নেওয়াকে কেন্দ্র করে এক প্রতিবেশীর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। বচসা থেকে মারপিট। সেই সময়ে পড়শির ছোড়া ইটে জখম হন আমিনাল, তাঁর এক ভাইপো। খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মারা যান আমিনাল। তাঁর ভাইপো হাসপাতালে ভর্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement