Gold Smuggler Arrest

নদিয়ার রেলস্টেশন থেকে গ্রেফতার সোনা পাচারকারী! উদ্ধার ৩০ লক্ষ টাকার সোনার বিস্কুট

বিএসএফ সূত্রে খবর, সম্প্রতি গোপন সূত্রে তাদের কাছে খবর আসে, পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদহ রেল বিভাগ দিয়ে সোনা পাচারের ছক চলছে। সেই মতোই তৎপর ছিলেন জওয়ানেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৭:৪৪
Share:

—প্রতীকী চিত্র।

রেলস্টেশনে অভিযান চালিয়ে সোনার পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। নদিয়ার বঙ্কিমনগর রেলস্টেশন থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকার সোনা।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, সম্প্রতি গোপন সূত্রে তাদের কাছে খবর আসে পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদহ রেল বিভাগ দিয়ে সোনা পাচারের ছক চলছে। সেই মতোই তৎপর ছিলেন জওয়ানেরা। আগাম খবর দেওয়া হয়েছিল রাজ্য পুলিশ এবং রেল পুলিশকেও।

ঘটনাক্রমে বিএসএফ এবং আরপিএফ যৌথ ভাবে লাগাতার অভিযান চালিয়েছে বঙ্কিমনগর রেলওয়ে স্টেশনে। বেশ কিছু ক্ষণ অপেক্ষার পরে বাইকে করে এক ব্যক্তিকে রেলস্টেশনে পৌঁছোতে দেখা যায়। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় বিএসএফ এবং পুলিশের। ওই ব্যক্তি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যেতেই তাঁকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

Advertisement

আগন্তুকের কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায়। তাঁর তল্লাশি নেওয়া হয়। পাওয়া যায় দুটি সোনার টুকরো, দুটি স্মার্টফোন এবং একটি লাল রঙের কাপড় জড়ানো একটি প্যাকেট। ওই ব্যক্তিকে আটক করা হয়। এর পরে রেলপুলিশের উপস্থিতিতে বিএসএফের রামনগর বর্ডার আউট পোস্টে নিয়ে যাওয়া সেই ব্যক্তিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান, পুট্টিখালি গ্রামের এক ব্যক্তি তাঁকে ফোন করে জানিয়েছিলেন যে এক ব্যক্তি বঙ্কিমনগর রেলস্টেশনে একটি ছোট প্যাকেট আনবেন। পরে মাঝদিয়া এলাকার এক ব্যক্তি ওই প্যাকেটটি তাঁর কাছ থেকে নেবেন। তদন্তের স্বার্থে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

বিএসএফ সূত্রে খবর, ২৫১.৭ গ্রাম ওজনের সোনা-সহ এক সন্দেহভাজনকে ধরা হয়েছে। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ৩০ লক্ষ ৩২ হাজার ৯৮৫ টাকা। এ নিয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের এক কর্তা বলেন, ‘‘শুধু সীমান্ত এলাকাই নয়, সীমান্তের কয়েক কিলোমিটার ভিতরেও চোরাচালান প্রতিরোধে বিএসএফ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছে। জওয়ানেরা অত্যন্ত নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement