Road Accident

ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা বাইকের, নবগ্রামে পথেই প্রাণ দিল কিশোর

গুরুতর আহত অবস্থায় স্থানীয়েরা সুইট শেখ নামে ওই কিশোরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৭
Share:

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল এক কিশোরের। —প্রতীকী চিত্র।

ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নবগ্রাম থানার অন্তর্গত অমৃতকুণ্ডু রাজ্য সড়কে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়েরা সুইট শেখ নামে ওই কিশোরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ট্রাক্টরের চালকের খোঁজ চলছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুইট মহরুল এলাকার বাসিন্দা। শনিবার সকালে বাইক নিয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল সে। সেই সময় নবগ্রামের অমৃতকুণ্ডু রাজ্য সড়কে বিপরীত দিক থেকে আসছিল ইটবোঝাই একটি ট্রাক্টর। সেটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মহরুলের বাইকের।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, শিবপুর এলাকায় টোলপ্লাজা ফাঁকি দেওয়ার জন্য অনেক বড় গাড়ি এখন জাতীয় সড়ক ছেড়ে ওই এলাকার রাজ্য সড়ক ব্যবহার করছে। গ্রামের ছোট রাস্তা দিয়ে বেপরোয়াভাবে বড় বড় গাড়িগুলি যাওয়ার জন্য প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কড়া হাতে ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন স্থানীয়েরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement