Money Embezzlement

আর্থিক তছরুপের অভিযোগ পঞ্চায়েতপ্রধান ও দুই কর্মীর বিরুদ্ধে, শোকজ় বিডিওর

লিখিত অভিযোগে জানান, ১৫ নম্বর সংসদে ১৩৬ নম্বর গভীর নলকূপে কৃষি নিকাশি নালা করার জন্য টেন্ডার করা হয়েছিল। সেই নিকাশি নালাটির মাপ ছিল ১৯৫ মিটার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০১:১৪
Share:

—প্রতীকী চিত্র।

বিজেপি পরিচালিত তেহট্ট-১ ব্লকের ছিটকা পঞ্চায়েতের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ জমা পড়েছিল বিডিওর কাছে। সোমবার সেই অভিযোগ লিখিত ভাবে জমা দিয়েছিলেন শাসকদলের নেত্রী সাগরিকা মণ্ডল। তার পরেই বুধবার ওই পঞ্চায়েত প্রধান সুতপা টিকাদার-সহ নির্মাণ সহায়ক ও সচিবকে শোকজ় করলেন বিডিও। তাঁদের তিন দিনের মধ্যে শোকজ়ের উত্তর দিতে বলা হয়েছে। নির্মাণ সহায়ক ও সচিব হাতে শোকজ় নোটিশ নিলেও প্রধান না থাকায় তাঁকে মেল মারফত শোকজ়ের চিঠি পাঠানো হয়েছে বলে ব্লক সুত্রে জানা গিয়েছে। শোকজ়ের উত্তর পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে।

Advertisement

প্রসঙ্গত, এই পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ বিডিওর কাছে জমা দেন সাগরিকা। তিনি লিখিত অভিযোগে জানান, ১৫ নম্বর সংসদে ১৩৬ নম্বর গভীর নলকূপে কৃষি নিকাশি নালা করার জন্য টেন্ডার করা হয়েছিল। সেই নিকাশি নালাটির মাপ ছিল ১৯৫ মিটার। আনুমানিক খরচ ধরা হয়েছিল তিন লক্ষ টাকা। এই কাজটি যে ঠিকাদার পান তিনি ৪২.৮৫ শতাংশ কমে কাজটি করেন। তাতে সম্পূর্ণ কাজটি হওয়ার কথা ছিল এক লক্ষ ৭১ হাজার ৪৫০ টাকায়। পরে দেখা যায় সেই কাজটি মাত্র ১০৫ মিটার হয়েছে। সেই কাজের দরুণ গত ১৭ ডিসেম্বর দুই লক্ষ ৯৭ হাজার ১৩৯ টাকা সেই ঠিকাদারকে দেওয়া হয়। এই অভিযোগ পাওয়ার পর বিডিও তদন্ত করেন। সেই তদন্তে এই অভিযোগের সত্যতা খুঁজে পায় তদন্তকারী দল। এর পরেই ওই তিন জনকে বিডিও শোকজ় করেন।

বিডিও সঞ্জীব সেন বলেন, “প্রধান-সহ তিন জনকে শোকজ় করা হয়েছে। শোকজ়ের উত্তর পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement