আপনার আদালত

আর্সেনিকে মরছে মানুষ, প্রতিশ্রুতি সার

রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা যোজনায় এলাকার অনেক গরিব মানুষ দু’টাকা কেজি দরে চাল পাচ্ছেন না। অথচ কিছু ধনী কম দামে চাল কিনছেন রেশন দোকান থেকে।

Advertisement
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ০১:০৪
Share:

অকেজো: আবর্জনায় ঘেরা খারাপ হয়ে পড়ে থাকা ট্যাপ।

রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা যোজনায় এলাকার অনেক গরিব মানুষ দু’টাকা কেজি দরে চাল পাচ্ছেন না। অথচ কিছু ধনী কম দামে চাল কিনছেন রেশন দোকান থেকে।

Advertisement

সঞ্জয় বিশ্বাস, রঘুনাথপুর

অনেক গরিব মানুষ জাতীয় খাদ্য সুরক্ষার প্রয়োজনীয় কার্ড পাননি। তাই এই সমস্যা হয়েছে। বিষয়টি প্রশাসন ও খাদ্য দফতরকে জানানো হয়েছে।

Advertisement

প্রতি বছর বর্ষায় রাজাপুর ও হোগলবেড়িয়া বাজারে হাঁটু জল জমে। ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

উৎপল বিশ্বাস, রাজাপুর

বৃষ্টির জল যাতে জমতে না পারে তার জন্য নিকাশি নালা তৈরি করার পরিকল্পনা রয়েছে পঞ্চায়েতের।

পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে বিশেষ করে রামনগর ও মানিকনগরে এক সময় ট্যাপকল থেকে পানীয় জল পেত মানুষ। কিন্তু সেই জল সরবরাহ চালু হওয়ার কয়েক মাসের মধ্যেই বেশ কিছু ট্যাপকল বন্ধ হয়ে যায়।

অজয় প্রামাণিক, রামনগর

মানুষের সমস্যা ও অভিযোগের কথা বারবার লিখিত ভাবে জন স্বাস্থ্য কারিগরি দফতরকে জানিয়েছি।

ঘর বানাতে প্রশাসনের দেওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা অনেকে ব্যাঙ্কের কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে পাচ্ছেন না।

গোপাল রায়, পোড়াঘাটি

এলাকার বেশির ভাগ মানুষের স্থানীয় কাস্টমার সার্ভিস পয়েন্টে অ্যাকাউন্ট রয়েছে। বিষয়টি প্রশাসন ও ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সীমান্তের চরমেঘনা গ্রামের মানুষকে তাঁর নিজের জমির ফসল, গাছ বা বাড়িতে পোষা গবাদি পশু বিক্রি করতে বাঁধা দেয় সীমান্ত রক্ষী বাহিনী। মানুষ তবে কী করবে?

অজিত মণ্ডল, চরমেঘনা

কাঁটাতারের বেড়ার ও পাড়ের গ্রাম বলে চরমেঘনার এমন সমস্যা। এই নিয়ে বহু বার বিএসএফ আধিকারিকের সঙ্গে কথা বলেছে পঞ্চায়েত। সাময়িক ভাবে সমস্যা মিটলেও পরে ব্যাটেলিয়ন বদল হলে আবার সমস্যা তৈরি হয়।

যাত্রাপুর গ্রামের বহু মানুষ আর্সেনিকে আক্রান্ত। গত ক’বছরে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে আর্সেনিকে। সরকার সেখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করছে না কেন?

রুস্তম মণ্ডল, যাত্রাপুর

সম্প্রতি ওই গ্রামের মানুষের জলের সমস্যা মেটানোর জন্য একটি আর্সেনিকমুক্ত সজলধারা নির্মাণের কাজ চলছে। খুব তাড়াতাড়ি চালু হবে।

হোগলবেড়িয়া বাজার ও পঞ্চায়েতের রাস্তার পাশে কোনও শৌচালয় নেই। পথচারীদের বিশেষ করে মহিলাদের সমস্যায় পড়তে হয়।

মমতা মণ্ডল, মানিকনগর

আগামী দিনে এলাকার বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি শৌচালয় তৈরির পরিকল্পনা রয়েছে।

নাসিরেরপাড়ার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুতের ভোল্টেজ থাকে না। সন্ধ্যার পর গরমে ফ্যান ঘোরে না, ঘরে আলো জ্বলে লম্ফের মত।

কৃষ্ণা মণ্ডল, নাসিরেরপাড়া

গরমের সময় প্রতি বছর এমন সমস্যা হয়। ওই এলাকায় বেশি ক্ষমতা সম্পন্ন ট্র্যান্সফর্মার বসানোর জন্য বিদ্যুৎ দফতরকে জানানো হবে।

বিভিন্ন গ্রামের বহু গরিব বয়স্ক মানুষ সরকারের দেওয়া বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা পান না। পঞ্চায়েত তাদের জন্য কি করছে?

জার্মান শেখ, দেবীনগর

আগে করা সমীক্ষা অনুযায়ী তৈরি বিপিএল তালিকায় কিছু মানুষের নাম নেই। তারা সেই ভাতা পাওয়ার যোগ্য হলেও তালিকায় নাম না থাকায় পঞ্চায়েত চাইলেও দিতে পারছে না।

মেঘনা, নাসিরেরপাড়া, বালিয়াশিশা সীমান্তে কাঁটাতারের ও-পাড়ে নিজেদের প্রচুর জমি চাষ করে এ-পারের চাষিরা। কিন্তু চাষের জন্য প্রয়োজনীয় সার, শ্যালো মেশিন বা বীজ নিয়ে গেট পেরিয়ে যেতে মাঝেমাঝেই বাধা দেয় বিএসএফ। পঞ্চায়েত তার উপযুক্ত ব্যবস্থা নিক।

তপন বিশ্বাস, বালিয়াশিশা

দেশের নিরাপত্তার দায়িত্ব তাঁদের কাঁধে। তাঁদের কিছু নিয়ম মানতে হয়। তবে এমন সমস্যা হলে এ ব্যাপারেও বিএসএফের সঙ্গে কথা বলা হবে।

লেখা ও ছবি: কল্লোল প্রামাণিক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন