পায়রার খাঁচায় মিলল আংটি

মদনপুরে ব্যবসায়ী খুনে অভিযুক্ত মৃত লিটন বিশ্বাসের বাড়ি থেকে নগদ টাকা, সোনার ও রূপোর গহনা-সহ বিভিন্ন জিনিস উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে রানাঘাটের শ্যামনগর এলাকায় তার বাড়ির উঠোনে পায়রার ঘর থেকে ওই সব উদ্ধার করা হয়। পরে তা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩১
Share:

মদনপুরে ব্যবসায়ী খুনে অভিযুক্ত মৃত লিটন বিশ্বাসের বাড়ি থেকে নগদ টাকা, সোনার ও রূপোর গহনা-সহ বিভিন্ন জিনিস উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে রানাঘাটের শ্যামনগর এলাকায় তার বাড়ির উঠোনে পায়রার ঘর থেকে ওই সব উদ্ধার করা হয়। পরে তা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

গত ১৮ সেপ্টেম্বর ভোরে চাকদহ থানার মদনপুর মাজদিয়া গ্রামে ঘরের মধ্যে খুন হয়েছিলেন ব্যবসায়ী অন্তু দত্ত (৩২)। ওই ঘটনায় পরদিন ভোরে লিটন বিশ্বাসকে ধরে থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। কিন্তু পথে তাঁর মৃত্যু হয়। জেলা পুলিশ সুপার ভরত লাল মিনা বলেন, ‘‘লিটন বিশ্বাসের বাড়ি থেকে ওই সব জিনিস পাওয়া গিয়েছে। তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে প্রথমে যা বলা হয়েছিল তা মিথ্যা।’’

রানাঘাট ২ নম্বর ব্লকের শ্যামনগর এলাকার বাড়ি লিটনদের পায়রা রাখার ঘর থেকে একটা প্লাস্টিকের ব্যাগে ৮হাজার ৪১১ টাকা, দুটি সোনার আংটি ও কানের দুল, দু’টি ঘড়ি, তিনটে মোবাইল ইত্যাদি পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, একটি আংটি নিহত অন্তু দত্তের। অন্যটি অন্তুবাবুর মেয়ের।

Advertisement

জেলা পুলিশের এক কর্তা জানান, লিটন স্বীকার করেছিল পায়রার ঘরে ওই সব জিনিস রাখা আছে। এ দিন সকালে গিয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement