বোমাবাজির নালিশ

একে অপরের বিরুদ্ধে বোমাবাজি এবং মারধরের অভিযোগ করল কংগ্রেস ও তৃণমূল। দু’পক্ষেরই অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাদের কর্মী-সমর্থকদের তাক করে বোমা ছোড়া হয়েছে। তাছাড়া মারধরও করা হয়েছে। এ ব্যাপারে দু’দলই পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কান্দি শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০০:৫৬
Share:

একে অপরের বিরুদ্ধে বোমাবাজি এবং মারধরের অভিযোগ করল কংগ্রেস ও তৃণমূল। দু’পক্ষেরই অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাদের কর্মী-সমর্থকদের তাক করে বোমা ছোড়া হয়েছে। তাছাড়া মারধরও করা হয়েছে। এ ব্যাপারে দু’দলই পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত এগারোটা নাগাদ সালার ব্লক কংগ্রেস সভাপতি আজহার উদ্দিনের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঢোকে। তারপর ওই নেতার বাড়িতে তছনছ করার পাশপাশি মারধর করা হয় তাঁর বাবা-মাকেও। ওই ঘটনায় জখম মহম্মদ আলাউদ্দিন ও হোসনেহার বেগমকে সালার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। মহম্মদ আলাউদ্দিন শুক্রবার সকালে সালার থানায় এলাকারই দুই তৃণমূলকর্মী- জালিম শেখ ও টগর শেখের বিরুদ্ধে মারধর ও বোমাবাজি করার অভিযোগ করেছেন। আজহারউদ্দিন বলেন, ‘‘কংগ্রেস করার ‘অপরাধে’ আমাকে খুন করতে এসেছিল ওরা। আমি অধীর চৌধুরীকে সব জানিয়েছি।” অন্যদিকে সালার ব্লক তৃণমূলের সভাপতি মুস্তাফিজুর রহমানের অভিযোগ, এ দিন রাতে তাঁদের সক্রিয় কর্মী জালিম শেখ-সহ চারজন ওই কংগ্রেস নেতার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময় ওই কংগ্রেস নেতার বাড়ি থেকে তাঁদের উপর বোমা ছোড়া হয়। ওই ঘটনায় চারজনই জখম হয়েছে। জালিম শেখ বলেন, ‘‘আজহার উদ্দিন দলবল নিয়ে আমাদের লক্ষ্য করে বোমা ছোড়ে। বিষয়টি লিখিতভাবে পুলিশের কাছে জানিয়েছি।’’ পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন