Farm Bills 2020

বিরোধিতা কৃষি বিলের, অবরোধ   

প্রায় এক ঘণ্টা চলে এই অবরোধ। অবরোধের ফলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দু’ধারে সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

রানাঘাট শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৩:১৬
Share:

রানাঘাটেও জাতীয় সড়ক অবরোধ করেন বামকর্মীরা। নিজস্ব চিত্র

কৃষি বিল কৃষক বিরোধী, এই অভিযোগ তুলে প্রতিবাদে রাস্তায় নামল সিপিএম, বাম শরিক আরএসপি এবং কংগ্রেস। শুক্রবার সকালে রানাঘাট শহরের কোর্ট মোড়, তাহেরপুর, ধুবুলিয়া-সহ নানা জায়গায় সিপিএম, আরএসপি এবং কংগ্রেস নেতা ও কর্মীরা জড়ো হন। সকাল ১১টা পার করে তাঁরা সেখানে ৩৪ নম্বর জাতীর সড়ক অবরোধ শুরু করেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক ঘণ্টা চলে এই অবরোধ। অবরোধের ফলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দু’ধারে সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে যায়। রানাঘাট দক্ষিণ বিধানসভার বাম বিধায়ক রমা বিশ্বাস, সিপিএম নেতা দেবাশিস চক্রবর্তী,আরএসপি নেতা সুবীর ভৌমিক, কংগ্রেসের নবকুমার মণ্ডল সহ অন্যরা উপস্থিত ছিলেন।

সুবীর ভৌমিক বলেন, “সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা ভূলুণ্ঠিত করে, কৃষক সংগঠন, এমনকি রাজ্য সরকারগুলোর সঙ্গে কোনও রকম আলোচনা না করে গত ২০ সেপ্টেম্বর রাজ্যসভায় ভোট ছাড়া পেশি শক্তি প্রয়োগ করে নরেন্দ্র মোদীর সরকার জন এবং কৃষক বিরোধী যে কৃষক বিল নিয়ে এসেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, সেই বিল বাতিল এবং প্রত্যাহার করার দাবিতে আমরা এ দিন এক ঘণ্টা জাতীয় সড়কে অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করেছি।”

Advertisement

এ দিন চাকদহ চৌমাথায় যুব মোর্চার এক সভায় বিজেপি নেতা মুকুল রায় বলেন, “এই বিল ঐতিহাসিক বিল। এতে উৎপাদিত দ্রব্যের উপর কৃষকের অধিকার থাকবে। এই বিলে কৃষকদের সমর্থন আছে।”

এ দিন চাকদহের বিভিন্ন জায়গায় বামেদের পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়। চান্দুরিয়া শান্তি সঙ্ঘের মোড়ে সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়েছিল। তাদের অবরোধের ফলে চাকদহ কল্যাণী ভায়া শিমুরালি রাজ্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিমুরালি চৌরাস্তায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন