টেট

পার্শ্ব শিক্ষকদের নিয়োগ নিয়ে প্রশ্ন

পার্শ্ব শিক্ষকদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ থাকা সত্ত্বেও রাজ্যে প্রাথমিক শিক্ষক পদে পরীক্ষায় পাশ করা কর্মরত পার্শ্ব শিক্ষকদের নিয়োগ পত্র না দেওয়ার অভিযোগ তুলল পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৩৪
Share:

পার্শ্ব শিক্ষকদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ থাকা সত্ত্বেও রাজ্যে প্রাথমিক শিক্ষক পদে পরীক্ষায় পাশ করা কর্মরত পার্শ্ব শিক্ষকদের নিয়োগ পত্র না দেওয়ার অভিযোগ তুলল পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি।

Advertisement

সমিতির রাজ্য সম্পাদক রোমিউল ইসলাম জানান, রাজ্যে প্রায় ৪৩ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের ১০ শতাংশ, অর্থাৎ ৪৩০০ শিক্ষক নিয়োগ সংরক্ষিত ছিল। তা সত্ত্বেও এখনও বহু পাশ করা পার্শ্ব শিক্ষক নিয়োগ পত্র হাতে
পান নি। তাঁর অভিযোগ, পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত পদে অন্য ক্যাটাগরির বহু প্রার্থীকে ঢুকিয়ে দিয়ে তাঁদের কোটায় নিয়োগ পত্র দেওয়া হয়েছে। শুধু মাত্র মুর্শিদাবাদেই ১৫৪ জন পার্শ্ব শিক্ষক পাশ করেও
চাকরি পাননি।

রোমিউল জানান, এ নিয়ে রবিবার তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তিনি আদালতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। সে কথা আপাতত মেনেও নিয়েছেন তাঁরা।

Advertisement

নদিয়াতেও টেট পরীক্ষায় নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তুললেন পার্শ্ব শিক্ষকেরা। জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে
লিখিত ভাবে তাঁরা জানিয়েছেন, তাঁদের জন্য সংরক্ষিত পদে প্রকৃত পার্শ্ব শিক্ষকদের নিয়োগ না করে ভুয়ো প্রার্থীদের নিয়োগ হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন