লালবাগে জোটকে চিমটি রবিশঙ্করের

সংখ্যাগরিষ্ঠতা ভোটারের মন পেতে মুসলিম সম্প্রদায়ের অতীত গৌরবের কথা তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ০১:১৯
Share:

সভার পথে। — নিজস্ব চিত্র

সংখ্যাগরিষ্ঠতা ভোটারের মন পেতে মুসলিম সম্প্রদায়ের অতীত গৌরবের কথা তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

Advertisement

শনিবার নবাবি আমলের লালবাগের আস্তাবল ময়দানে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভায় তিনি বলেন, ‘‘একদা বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। সেই জেলা এখন দেশের সব থেকে পিছিয়ে পড়া পাঁচটি জেলার মধ্যে একটি।’’ তিনি দলের গা থেকে মুসলিম বিদ্বেষের তকমা ঝেড়ে ফেলতে মরিয়া চেষ্টা করে স্বাধীনতা সংগ্রামে‌ মুসলিমদের অবদানের কথা উল্লেখ করেন। তিনি জানান, মৌলানা আবুল কালাম স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি হৃদয় থেকে বন্দেমাতরম বলতেন। ১৯৬৫ সালে ভারত-পাক যুদ্ধে পাক সেনাদের খতম করে নিজে শহিদ হয়েছিলেন আব্দুল হামিদ। তাঁকে পরমবীর চক্র দেওয়া হয়।

রাজ্যে বাম-কংগ্রেস জোটের প্রসঙ্গে কটাক্ষ করে মন্ত্রী বলেন, ‘‘কেরলে কুস্তি আর বেঙ্গলে দোস্তি।’’ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীর ‘মধুর’ সম্পর্কের কথা বোঝাতে রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘মোদীর সঙ্গে দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধায় গোপনে দেখা করেন। আর সনিয়ার সঙ্গে ছবি তোলেন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন