ছেলেকে খুনের চেষ্টায় গ্রেফতার

চার বছরের শিশুপুত্রকে খুনের চেষ্টার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মুনমুন দাস। বাড়ি রানাঘাটের বেলঘরিয়া দক্ষিণ এলাকায়। সোমবার রাতে তাকে বাপের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ০৪:৩৪
Share:

ধৃত মুনমুন। নিজস্ব চিত্র

চার বছরের শিশুপুত্রকে খুনের চেষ্টার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মুনমুন দাস। বাড়ি রানাঘাটের বেলঘরিয়া দক্ষিণ এলাকায়। সোমবার রাতে তাকে বাপের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে রানাঘাট আদালতে হাজির করা হলে বিচারক তাকে চোদ্দো দিনের জেল হাজতে রাখার নির্দেশ দেন। ধৃতের স্বামী মদন দাসের অভিযোগ, ‘‘বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে মুনমুন। সে কারণে, নিজের ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল। আমি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।’’ পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার পর ওই মহিলা বাপের বাড়িতে চলে যায়। এর পর ওই মহিলার স্বামী থানায় অভিযোগ দায়ের করলে তাকে বাপের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার ছেলে বিচারকের কাছে গোপন জবানবন্দিও দিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানানো হয়েছে, চাকদহের দুর্গানগরে মুনমুনের বাপের বাড়ি। বছর ছয়েক আগে রানাঘাট ২ ব্লকের বেলঘরিয়ার বাসিন্দা মদন দাসের সঙ্গে তার বিয়ে হয়। তার চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বৃহস্পতিবার ভোরে শিশুটি কাঁদতে শুরু করে। কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা দেখেন, বাড়ির বাইরে মা-ছেলে দাঁড়িয়ে আছে। কান্নার কারণ জানতে চাইলে ওই শিশু তাঁদের জানায়, তার দাঁতে যন্ত্রণা করছিল। মাকে সে কথা বলায় তার মা তাকে বাড়ির পাশে পুকুরে নিয়ে গিয়ে ডুবিয়ে দিতে চেয়েছিল। পুলিশের দাবি, জেরায় মুনমুন ঘটনার কথা স্বীকার করেছে। তবে কেন সে ওই কাজ করতে গেল তা নিয়ে মুখ খোলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন