দুপুরে পচা ডিম, ধুন্ধুমার মাদ্রাসায়

সাদামাটা তরকারি আর ভাত নয়, উপরি পাওনা ডিমের ফুটফুটে ঝোল। আর, তার টানেই ভগবানগোলার হোসেননগর সিনিয়র মাদ্রাসায় পড়ুয়াদের ভিড়টা ক্রমেই বাড়ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভগবানগোলা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ০১:২৩
Share:

সাদামাটা তরকারি আর ভাত নয়, উপরি পাওনা ডিমের ফুটফুটে ঝোল।

Advertisement

আর, তার টানেই ভগবানগোলার হোসেননগর সিনিয়র মাদ্রাসায় পড়ুয়াদের ভিড়টা ক্রমেই বাড়ছিল।

দিন কয়েক আগে, সেই ডিমের ঝোল মুখে তুলেই মুখ বেঁকে গিয়েছিল ছেলেপুলেদের, পচা ডিম। রেগেমেগে ভাতের থালা ফেলেই উঠে গিয়েছিল ছাত্রেরা।

Advertisement

অভিযোগ, নবম শ্রেণির ছাত্র হবিবুর রহমান রাগের বহিঃপ্রকাশটা একটু বেশিই দেখিয়েছিল। প্রতিবাদটা সটান সে জানিয়েছিল ভারপ্রাপ্ত শিক্ষক আকবর আলির কাছে। আর তাতেই জুটেছিল বেতের প্রহার। হবিবুরের অভিযোগ, বাড়ি ফিরেও রেহাই মেলেনি। তাকে এখন মাদ্রাসা থেকে নিয়মিত ফোন করে বলা হচ্ছে— আর যেন না ফেরে সে। এ ব্যাপারে, ভগবানগোলা থানায় সে লিখিত অভিযোগও করেছে।

হাবিবুর বলে, ‘‘স্কুলে গেলেই ফের পিটবে বলেছে আকবর আলি।’’ ভয়ে সে দিন চারেক ধরে স্কুলমুখোই হয়নি, জানাচ্ছে তার বাড়ির লোক।

আকবর আলি অবশ্য সে কতা মানছেন না। তিনি বলেন, ‘‘রান্না করার আগেই ৪০-৪২টা পচা ডিম বেরিয়ে ছিল। সেগুলো আর রান্না করাই হয়নি। অথচ ওই ছেলেটি, তার মোবাইল ফোনে রান্না না করা পচা ডিমের ছবি তুলে আমাদের চাপ দিচ্ছিল। সে জন্যই তাকে বকাঝকা করা হয়েছে।’’ পুলিশ জানায়, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জানানো হয়েছে স্থানীয় বিডিও ভগবানগোলা ১ ব্লকের বিডিও লোপসাঙ সেরিং’কেও। তিনি বলেন, ‘‘কে ঠিক তা তো জানি না। তবে ছেলেটি মোবাইল নিয়ে মাদ্রাসায় যাই বা কী করে!’’ ঘটনার তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে ভগবানগোলা চক্রের
বিদ্যালয় পরিদর্শককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন