শিশুর নাক সাফ করতে গিয়ে পেটে সেফটিপিন

সাহানাজ বিবি বলেন, “নাকের ময়লা পরিষ্কার করতে গেলে আচমকা হাত ফসকে সেফটি পিনটা ওর মুখের মধ্যে পড়ে যায়। সেটা বের করতে গেলে ঢুকে যায় পেটের ভিতরে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ০৩:২৬
Share:

শিশুর এক্স-রে প্লেট। নিজস্ব চিত্র

সেফটি পিন দিয়ে নাক পরিষ্কার করছিলেন মা। আচমরা হাত ফসকে সেই সেপটিপিন ঢুকে যায় বাইশ দিনের শিশুটির মুখের ভিতরে। সেখান থেকে সোজা পেটে।

Advertisement

চাপড়ার গোখরাপোতা গ্রামের শিশুটিকে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে। তার মা সাহানাজ বিবি বলেন, “নাকের ময়লা পরিষ্কার করতে গেলে আচমকা হাত ফসকে সেফটি পিনটা ওর মুখের মধ্যে পড়ে যায়। সেটা বের করতে গেলে ঢুকে যায় পেটের ভিতরে।”

তবে শিশুটি বিপন্মুক্ত বলেই জানিয়েছেন ওই হাসপাতালের শল্যচিকিৎসক অনির্বাণ জানা। তিনি বলছেন, “আমরা ওকে ৭২ ঘণ্টা পর্যন্ত নজরে রাখব। আশা করছি, তার মধ্যেই পায়খানার সঙ্গে সেফটি পিনটা বের হয়ে যাবে। সেটা না হলে অস্ত্রোপচার করার কথা ভাবতে হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement