বিড়ম্বনায় স্কুল কর্তৃপক্ষ

এই প্রস্তাব বাতিল করে দিয়েছে নবান্ন। ১১ অগস্ট ওই প্রস্তাব বাতিলের কথা জানিয়ে সর্বশিক্ষা মিশন ফের স্কুলগুলিকে চিঠি পাঠায়। ওই চিঠি পেয়ে বিভ্রান্তি তৈরি হয় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ০৬:৫০
Share:

প্রতীকী চিত্র।

রাত পোহালেই স্বাধীনতা দিবস।

Advertisement

অথচ সেই স্বাধীনতা দিবস কী ভাবে উদযাপন করা হবে তা নিয়ে বিড়ম্বনায় বহু স্কুল কর্তৃপক্ষ। তাঁদের ক্ষোভ রাজ্য-কেন্দ্রের ‘ইগো’র লড়াই চলছে। তা সামাল দিতে গিয়ে নাকাল হচ্ছেন তাঁরা। এই ক্ষোভের নেপথ্যে রয়েছে স্বাধীনতা দিবস কী ভাবে পালন করা হবে তা নিয়ে তিনটে নির্দেশিকা। দু’টি নির্দেশ এসেছে কেন্দ্র সরকারের তরফে। একটি নবান্ন থেকে।

নবান্ন সূত্রের খবর, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে দু’দফায় নানা শিক্ষা প্রতিষ্ঠানে কী ভাবে স্বাধীনতা দিবস পালন করতে হবে তা জানানো হয়। প্রভাত ফেরি, ক্যুইজ, অভিভাবক বৈঠক থেকে দেশাত্মবোধক গানের অনুষ্ঠানের কথা বলা হয়েছিল তাতে। পরের দফায় ৭ অগস্ট আরও একটি নির্দেশিকা আসে। বলা হয়, স্বাধীনতার ৭০ বর্ষপূর্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে গরিবি, দুর্নীতি, উগ্রপন্থা, সাম্প্রদায়িকতা এবং জাতপাত থেকে মুক্ত হওয়ার সঙ্কল্প নিতে হবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে স্বচ্ছ করার সঙ্কল্পও যাতে ছাত্র-ছাত্রীরা নেয়, সে ব্যাপারেও নির্দেশ দেয় কেন্দ্র।

Advertisement

এই প্রস্তাব বাতিল করে দিয়েছে নবান্ন। ১১ অগস্ট ওই প্রস্তাব বাতিলের কথা জানিয়ে সর্বশিক্ষা মিশন ফের স্কুলগুলিকে চিঠি পাঠায়। ওই চিঠি পেয়ে বিভ্রান্তি তৈরি হয় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। বেলডাঙা ১ ব্লকের দেবকুণ্ডু শেখ আবদুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই-মাদ্রাসার প্রধান শিক্ষিকা মুর্শিদা খাতুন বলেন, ‘‘বেশ কিছু সময় বিভ্রান্তির মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। পরে জেলা স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের ফোন করে বিষয়টি পরিষ্কার করা হয়।’’ একই কথা জানান বহরমপুর লাগোয়া হিকমপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বিভ্রান্তির মধ্যে তো ছিলাম। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় যে সমস্ত অনুষ্ঠান করার কথা বলা হয়, তা স্কুলের পক্ষে করা সম্ভব নয়। রাজ্য সরকারের নির্দেশিকা পেয়ে প্রতি বছর যেমন প্রভাত ফেরি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান হয়, সে রকমই হবে।’’ কৃষ্ণনগর সংলগ্ন দোগাছি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিন্দম সিংহ রায় বলেন, ‘‘রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোনও নির্দেশিকা আমাদের স্কুলে এসে পৌঁছয়নি। ফলে যেমন ভাবে স্বাধীনতা দিবস পালন করে আসছি, সে ভাবেই হবে।’’ কান্দি মহকুমা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি আইনাল হোসেন বলেন, “স্বাধীনতা দিবস স্কুলে পালন করা হবে না, এমন কথা রাজ্য সরকার বলেনি।” মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি দেবাশিষ বৈশ্য বলেন, “স্বাধীনতা দিবস পালনে কেন্দ্র থেকে নির্দেশিকা এসেছিল। শুক্রবার রাজ্য সরকারের পাঠানো নির্দেশে ওই অনুষ্ঠান না করার কথা বলা হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপন করা হবে না, এমন কথা কোথাও বলা হয়নি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন