Berhampore

গুরুতর অসুস্থ বিধায়কের জন্য গ্রিন করিডর

ভোরে জাফিকুলকে বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতায় রেফার করা হয়।

সামসুদ্দিন বিশ্বাস

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ০৯:০৫
Share:

কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে জাফিকুল ইসলামকে। নিজস্ব চিত্র ।

গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হল। রবিবার রাতে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ গ্রিন করিডর করে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তৃণমূল সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কুমার সানি রাজ এ দিন বলেন, ‘‘বিধায়কের জন্য গ্রিন করিডরের ব্যবস্থা করা হয়েছে। নদিয়ার কৃষ্ণনগর এবং রানাঘাট পুলিশ জেলার সুপারের সঙ্গে এ বিষয়ে আমরা সমন্বয় সাধন করেছি।’’

এ দিন ভোরে জাফিকুলকে বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতায় রেফার করা হয়। তাঁর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমেছে। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। জাফিকুলের অসুস্থতার খবর পেয়ে অশোক দাস-সহ জেলা তৃণমূলের নেতারা সন্ধেয় হাসপাতালে যান। বিধায়কের অ্যাম্বুল্যান্সের সামনে পুলিশের একটি পাইলট কার রয়েছে। ১২ নম্বর জাতীয় সড়কে নদিয়ার শান্তিপুর থানা এলাকা থেকে হরিণঘাটার জাগুলি মোড় পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার পথ রানাঘাট জেলা পুলিশের অধীনে। রাস্তা পারাপার ও সিগন্যালিং যুক্ত ছোট, বড় ট্র্যাফিক পয়েন্ট রয়েছে প্রায় ৪০টি। এ দিন বিধায়কের অ্যাম্বুল্যান্স যাওয়ার জন্য সমস্ত ট্র্যাফিক পয়েন্টগুলিতে বাড়তি নিরাপত্তা রাখা হয়। রানাঘাট জেলা পুলিশ সূত্রে খবর, প্রথমে কল্যাণী মোড় থেকে এমস হাসপাতালের সামনে দিয়ে জোনপুর হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে অ্যাম্বুল্যান্স ঘুরিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে সেটিকে কলকাতায় পাঠানো হয়। বিধায়কের সঙ্গে থাকা এক আত্মীয় ফোনে জানান, মসৃণ ভাবেই তাঁরা কলকাতায় পৌঁছেছেন। বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘‘ওঁর আজ ভোরে রক্তবমি হয়েছিল। মলদ্বার দিয়ে রক্তও পড়ছিল। হিমোগ্লোবিন কমে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিষয়টি দেখছেন। আমি তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছি। জাফিকুলকে প্রথমে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি। পরে মুর্শিদাবাদ পুলিশের এসপিকে গ্রিন করিডর করার অনুরোধ করি। তিনি সেই ব্যবস্থা করেছেন। কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে।’’

তথ্য সহায়তা: সুজাউদ্দিন বিশ্বাস ও সুদেব দাস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন