আবার ফাঁকা বাড়িতে চুরি, ত্রস্ত নবদ্বীপ

শনিবার রাতে নবদ্বীপে বাঁধরোডের বাসিন্দা, কৃষি দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিক হরেন্দ্রকুমার ঘোষের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। ওই দিনই এক তলার ভাড়াটিয়ার ঘরেও হানা দিয়ে নগদ টাকা চুরি করে চম্পট দেয় তারা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নবদ্বীপ শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ০৬:৪০
Share:

লন্ডভন্ড ঘর। নিজস্ব চিত্র

বাড়ি ফাঁকা রাখতে ভরসা পাচ্ছে না নবদ্বীপ। গত এক মাসে বাড়িতে কেউ না থাকার সুযোগে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটল নদিয়ার মঠ-মন্দিরের শহরে। শনিবার রাতে নবদ্বীপে বাঁধরোডের বাসিন্দা, কৃষি দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিক হরেন্দ্রকুমার ঘোষের বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। ওই দিনই এক তলার ভাড়াটিয়ার ঘরেও হানা দিয়ে নগদ টাকা চুরি করে চম্পট দেয় তারা।

Advertisement

হরেন্দ্রকুমার ও তাঁর স্ত্রী শুক্রবার বিকেলে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে উত্তরপাড়া যান। এক তলায় ভাড়া থাকেন নবদ্বীপ হিন্দু স্কুলের প্রাথমিকের প্রধান শিক্ষক সুপ্রিয় কোলে। শনিবার তিনিও নাদনঘাটে গিয়েছিলেন। শনিবার রাতে গোটা বাড়িতে কেউ ছিলেন না। রবিবার সন্ধ্যায় ফিরে এসে সুপ্রিয় চুরির ঘটনা জানতে পারেন। রাতেই সপরিবার হরেন্দ্রকুমার উত্তরপাড়া থেকে ফিরে আসেন। তাঁরা ফিরে এসে দেখেন, দোতলার তিনটি ঘর লন্ডভন্ড। তিনটি ঘরের আলমারি ভেঙে বহু জিনিস নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

দিন দশেক আগে কালীপুজোর আগের সন্ধ্যায় নবদ্বীপ বুঁইচারাপাড়ার পূর্ণচন্দ্র ঘোষ লেনের বাসিন্দা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের শিক্ষক অমিত বিশ্বাসের বাড়ির দরজার তালা ভেঙে, জানলার শিক বেঁকিয়ে ঢোকে দুষ্কৃতীর দল। সে দিনও বাড়িতে কেউ ছিলেন না। ঘটনার দিন বিকেলে অমিত সপরিবারে বর্ধমানে গিয়েছিলেন। দুর্গাপুজোর ষষ্ঠীর সন্ধ্যায় বাড়ির সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যান বুড়োশিবতলার বাসিন্দা প্রলয় বাগচী। দুষ্কৃতীরা একই কায়দায় চুরি করে তাঁর বাড়িতেও। এ ছাড়াও নবদ্বীপের শ্রীবাসঅঙ্গণ চড়া, পোড়াঘাট, ফাঁসিতলা ঘাটে বিভিন্ন মন্দির ও তেলকলেও চুরির ঘটনা ঘটেছে। পুলিশের অনুমান, যে কায়দায় দুষ্কৃতীরা চুরি করছে, মনে হচ্ছে ওরা আগে থেকেই এলাকা রেকি করছে। বেশিরভাগ বাড়িতেই চুরির ঘটনা তখনই ঘটেছে, যখন বাড়ি ফাঁকা ছিল।

Advertisement

পরপর এমন চুরির ঘটনায় উদ্বিগ্ন নবদ্বীপ। উদ্বিগ্ন নবদ্বীপের পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহাও। তিনি বলেন, “পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।” আইসি সুবীরকুমার পালের আশ্বাস, খুব শীঘ্র দুষ্কৃতীরা ধরা পড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন