ফেসবুকে ঘনিষ্ঠ ছবি, আত্মঘাতী কিশোরী

সোশ্যাল মিডিয়ায় এক যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে নিজের বাড়িতেই গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হয়েছিলেন সুতির ইন্দ্রনগর কলোনীর একাদশ শ্রেণির এক ছাত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ০৮:২০
Share:

প্রতীকী ছবি।

সোশ্যাল মিডিয়ায় এক যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে নিজের বাড়িতেই গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হয়েছিলেন সুতির ইন্দ্রনগর কলোনীর একাদশ শ্রেণির এক ছাত্রী।

Advertisement

এই ঘটনায় সোমবার রাতে মৃতার মা অনিতা হালদারের অভিযোগ মত অভিযুক্ত যুবক নাদিম পরভেজের বিরুদ্ধে ৩০৬, ৬৬ই ও ৬৭এ সাইবার ক্রাইমের জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল পুলিশ।

রাত থেকে অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রতিবেশিদের অভিযোগ, রবিবার রাতেই পুলিশকে মৌখিক ভাবে সব ঘটনা জানানো হলেও তারা কোনো তৎপরতা দেখায়নি। ফলে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।

Advertisement

বাবা আগেই মারা গেছেন, মৃত কিশোরী থাকতেন তার বিধবা মায়ের সঙ্গে । বড় দিদির বিয়ে হয়ে গেছে। মা পরিচারিকার কাজ করে কোনওরকমে সংসার চালান। অসময়ে বিড়িও বাঁধতেন। স্থানীয় একটি স্কুলে একাদশ শ্রেণিতে পড়ত ওই কিশোরী।

ওই ছাত্রীর সঙ্গে ডিহিগ্রামের বছর তেইশের স্থানীয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নাদিম পরভেজের সম্পর্ক গড়ে ওঠে বছর দুই আগে। কিন্তু বাড়ি থেকে আপত্তি ওঠায় কিশোরী ওই সম্পর্ক থেকে ইদানিং বেরিয়ে আসতে চেষ্টা করছিল। যুবকটি এতে ক্ষুব্ধ হয়েই কিশোরীর সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এই ছবি দেখেই ভেঙে পড়ে
ওই কিশোরী।

রবিবার রাত ৮টা নাগাদ নিজেদের টালির ঘরে গলায় নিজেরই ওড়না জড়ানো ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় মহেশাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। তবে কিছু করার ছিল না।

জঙ্গিপুরের মহকুমা পুলিশ আধিকারিক প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “মৃতার মা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সোমবার রাতে । পুলিশ নাদিম পরভেজ নামে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন