শান্তিপুরে ঘরছাড়া ধর্ষিতার পরিবার

হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরেও বাড়ি ফিরতে পারছে না শান্তিপুরের ধর্ষিত মূক ও বধীর তরুণী। এই মুহূর্তে সে মায়ের সঙ্গে তার দিদির বাড়িতে রয়েছে। অভিযোগ, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ওই তরুণীকে খুন করার চেষ্টা করে একদল দুষ্কৃতী। ব্যর্থ হওয়ায় প্রতিনিয়ত তাঁদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তাই ভয়ে বাড়ি ছাড়া ওই তরুণী ও তাঁর মা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০১৫ ০১:২৩
Share:

হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরেও বাড়ি ফিরতে পারছে না শান্তিপুরের ধর্ষিত মূক ও বধীর তরুণী। এই মুহূর্তে সে মায়ের সঙ্গে তার দিদির বাড়িতে রয়েছে। অভিযোগ, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ওই তরুণীকে খুন করার চেষ্টা করে একদল দুষ্কৃতী। ব্যর্থ হওয়ায় প্রতিনিয়ত তাঁদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তাই ভয়ে বাড়ি ছাড়া ওই তরুণী ও তাঁর মা।

Advertisement

২ মার্চ আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে গণধর্ষিত হয় তরুণী। ওই ঘটনার পরে তার সঙ্গে দেখা করতে যান কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি পরিবারকে আর্থিক সাহায্যও করেন। স্থানীয় বাসিন্দা ও হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সিপিএমের মধুসূদন ঘোষ বলেন, ‘‘আমরা প্রথম থেকেই মেয়েটির পাশে থাকার চেষ্টা করে আসছি। গ্রামবাসীরাও চেয়েছিলেন দোষীদের শাস্তি হোক। আমরাও চাই এই বিষয়ে পুলিশ তদন্ত করে প্রকৃত সত্যিটা তুলে ধরুক।’’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement