পঞ্চায়েত দখল তৃণমূলের

বিধানসভা নির্বাচনের আগে বাম-কংগ্রেসের ঘর ভাঙিয়ে দুটি গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূল। সুতি-১ ব্লকের বহুতালিতে বুধবারই তৃণমূলে যোগ দিয়েছিলেন ওই পঞ্চায়েতের ১১ জন সদস্য।

Advertisement

রঘুনাথগঞ্জ

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ০১:৩৯
Share:

বিধানসভা নির্বাচনের আগে বাম-কংগ্রেসের ঘর ভাঙিয়ে দুটি গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূল। সুতি-১ ব্লকের বহুতালিতে বুধবারই তৃণমূলে যোগ দিয়েছিলেন ওই পঞ্চায়েতের ১১ জন সদস্য। দলত্যাগীদের সমর্থনে বৃহস্পতিবার সেখানে বোর্ড গঠন করল তৃণমূল। প্রধান হলেন আরএসপি থেকে তৃণমূলে যোগ দেওয়া আরজিনা বিবি। অন্যদিকে সাগরদিঘির মোরগ্রামে ১৮ সদস্যের পঞ্চায়েতে কংগ্রেসের সদস্য ছিল ১১ জন। আর তৃণমূল জেতে চারটি আসেন। ২২ ফেব্রুয়ারি কংগ্রেস প্রধান প্রশান্ত ঘোষের বিরুদ্ধে অনাস্থা আনে কংগ্রেসের তিন দলত্যাগী-সহ দশ জন সদস্য। এ দিন ওই পঞ্চায়েতে ভোটাভুটি ছিল। ১০-৮ ভোটে অপসারিত হন কংগ্রেস প্রধান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন