মারধরে অভিযুক্ত বিএসএফ

বিএসএফ জওয়ানকে মারধরের অভিযোগে নাম জড়াল টোটো চালকদের। রবিবার বেলা এগারোটা নাগাদ কৃষ্ণনগরের বেলেডাঙা মোড়ের কাছে একটি টোটো গাড়ির সঙ্গে ধাক্কা লাগে সাইকেল আরোহী এক বিএসএফ জওয়ানের। শুরু হয় গোলমাল। অভিযোগ তখন বিএসএফ জওয়ানকে বেধড়ক মারধর করে টোটো চালকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ১১ মে ২০১৫ ০০:৪৯
Share:

বিএসএফ জওয়ানকে মারধরের অভিযোগে নাম জড়াল টোটো চালকদের। রবিবার বেলা এগারোটা নাগাদ কৃষ্ণনগরের বেলেডাঙা মোড়ের কাছে একটি টোটো গাড়ির সঙ্গে ধাক্কা লাগে সাইকেল আরোহী এক বিএসএফ জওয়ানের। শুরু হয় গোলমাল। অভিযোগ তখন বিএসএফ জওয়ানকে বেধড়ক মারধর করে টোটো চালকেরা। সে খবর পেয়ে বিএসএফ-এর কৃষ্ণনগর হেড কোয়ার্টার থেকে বেশ কিছু জওয়ান এসে এক টোটো গাড়ির চালককে ক্যাম্পে নিয়ে এসে পাল্টা মারধর করে বলে অভিযোগ। বিএসএফের পক্ষ থেকে কোতোয়ালি থানায় অভিযোগও দায়ের হয়।

Advertisement

ঘটনার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ দেখান শহরের টোটো চালকেরা। তাঁদের অভিযোগ, বিএসএফ জওয়ানেরা শহর থেকে স্টেশনগামী সব টোটো চালকদের মারধর করেছে। অভিযোগ-পাল্টা অভিযোগের মাঝে প্রায় ১২০০ টোটোর চলাচল বন্ধ হয়ে যায়। কৃষ্ণনগর টোটো গাড়ি ডাইভার্স ইউনিয়নের সম্পাদক তপন কুণ্ডুর অভিযোগ, ‘‘এক টোটো চালকের উপরে বিএসএফ নানা ভাবে অত্যাচার করল। স্টেশনগামী টোটো চালকদের ধরে ধরে মারা হল। আবার আমাদের বিরুদ্ধেই পুলিশের কাছে অভিযোগ করা হল!’’ পুলিশ ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিএসএফ-এর ডিআইজি পুস্পেন্দর সিংহ রাঠৌর মারধরের অভিযোগ মানতে চাননি। তিনি শুধু বলেন, ‘‘টোটো চালকরা এক জওয়ানকে মারধর করেছে। আমরা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন