Lalgola

বঙ্কিম, নজরুলের সঙ্গে কি সম্পর্ক ছিল রাজরাজেশ্বরীর

এদিন লালগোলা রাজবাড়ির এক বংশধর সৌরভ রায় বলেন, ‘‘স্বপ্নাদেশেই রাজা রাও রাম শঙ্কর রায় দেবীকে এনে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন।’’

Advertisement

মৃন্ময় সরকার

লালগোলা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ০৫:১৯
Share:

প্রতীকী ছবি।

লালগোলা রাজবাড়ির রাজরাজেশ্বরী কালি পুজোয় এখনও হয় না বলি। বরং পাঁঠাকে উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয়। এই বছর করোনা আবহে কালি পুজোয় পুজো থেকে উৎসর্গ সবই হবে সমস্ত সরকারি নিয়ম মেনেই।

Advertisement

লালগোলা রাজবাড়িতে বংশপরম্পরা পুজো করে আসছেন। মৃত্যুঞ্জয় পাণ্ডে রবিবার তিনি জানান, লালগোলার রাজরাজেশ্বরী কালী পুজোর শুরু ঠিক কবে হয়েছিল, সে নিয়ে কোনও স্পষ্ট ধারণা নেই। তবে, কথিত রয়েছে এই পুজো প্রায় সাড়ে তিনশো বছর পুরনো।

এদিন জেলার ইতিহাসবিদ রাজর্ষি চক্রবর্তী বলেন, "ডাফরিনের ঘটনার পর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিন মাস ছুটিতে ছিলেন। কিন্তু ওই সময় তিনি কোথায় ছিলেন সেটা ব্রিটিশ রেকর্ডে পাওয়া যায়না। তবে আমরা অনুমান করি ওই সময়টা তিনি লালগোলা রাজ বাড়িতে ছিলেন। কারণ লালগোলার রাজা যোগীন্দ্রনারায়ণ রায়ের সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ভালো সম্পর্ক ছিল। এ ছাড়াও ওরাল হিস্ট্রিতে যা জানা যায়, লালগোলা রাজবাড়ির কালী মন্দিরের সঙ্গে কাজি নজরুল ইসলামের সম্পর্ক ছিল।’’

Advertisement

এই কালীপুজোর শুরু করেছিলেন রাজ রাও রাম শঙ্কর রায়। কথিত আছে, রাজা রাও রাম শঙ্কর রায় একদিন স্বপ্নদেশ পান, লালগোলার কলকলির চরে দেবী রাজরাজেশ্বরী রয়েছেন দেবীকে রাজবাড়ী এনে সেখানে প্রতিষ্ঠা করে পুজো করার। তারপর রাজা রাও রাম শঙ্কর রায় রাজপুরোহিতকে এ কথা জানান তারপর সকলে মিলে চরে গিয়ে দেবীকে উদ্ধার করে এনে রাজপ্রাসাদের সামনে পাকা দালানবাড়ি তৈরি করে সেখানে প্রতিষ্ঠা করেন তারপর থেকে শুরু হয় পুজো। যদিও অন্য কালী মূর্তির চেয়ে লালগোলা রাজরাজেশ্বরী কালি মুর্তি অনেকটাই আলাদা। এখানে কালী মূর্তির পাশে রয়েছে লক্ষ্মী, সরস্বতী। শিবের ওপর এক পা দিয়ে ও এক পা তুলে নৃত্য রত অবস্থায় রয়েছে কালী। এ ছাড়াও কালীর চার হাতের মধ্যে একটি হাতে আশীর্বাদ ও একটি হাতে খড়্গ রয়েছে। বাকি দুটো হাত রয়েছে হাতাতালি দেওয়ার ভঙ্গিমায়। এদিন মৃত্যুঞ্জয় পাণ্ডে বলছেন, ‘‘অনেক পরে জানা যায়, দেবী মালদহের একটি জায়গায় পুজিত হতেন। সেখান থেকেই পদ্মার জলে কোনও রকমে ভেসে চলে আসেন চরে। পরে মালদহের ওখানকার লোকজন এসে দেবীর পাশে থাকা মূর্তিগুলো চিহ্নিত করেন।’’

রাজবাড়ির কালীপুজোয় অন্ন ভোগ দেওয়া হয় সঙ্গে পুরনো রীতি মেনে ইলিশ মাছের ভোগও দেওয়া হয়।

এদিন লালগোলা রাজবাড়ির এক বংশধর সৌরভ রায় বলেন, ‘‘স্বপ্নাদেশেই রাজা রাও রাম শঙ্কর রায় দেবীকে এনে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন