Murshidabad

নবান্ন খেয়ে বাড়ি ফেরা হল না, বড়ঞাঁতে পথেই মৃত ২

ফরাক্কা হলদিয়া বাদশাহ সড়কের উপর কুলি ঘোষ হাইস্কুলের কাছে একটি এলপিজি গ্যাস ট্যাংকারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ বাইক আরোহীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২০ ২১:০৯
Share:

শাটারস্টক থেকে নেওয়া প্রতীকী চিত্র।

নবান্ন খেয়ে বাড়ি ফেরা হল না ২ জনের। পথেই মৃত্যু হল ২ বাইক আরোহীর। রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বড়ঞাঁ থানার কুলি চৌরাস্তা মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা কেড়ে নিল ২টি প্রাণ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফরাক্কা হলদিয়া বাদশাহ সড়কের উপর কুলি ঘোষ হাইস্কুলের কাছে একটি এলপিজি গ্যাস ট্যাংকারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ বাইক আরোহীর। খবর পেয়ে কুলি চৌরাস্তা মোড়ে পৌঁছায় পুলিশ। দেহ ২টি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম অসীম ঘোষ (৪২) ও রাজকুমার ঘোষ (২৬)। রবিবার সন্ধ্যায় খড়গ্রাম থানার গয়েশপুর থেকে নবান্ন খেয়ে বড়ঞা থানার ধানঘড়া গ্ৰামে নিজেদের বাড়ি ফিরছিলেন তাঁরা। তখনই কুলি ঘোষ হাইস্কুলের কাছে তাঁদের বাইকের এলপিজি গ্যাস ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন