ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। মৃতার নাম অর্পিতা পাল (১৯)। বাড়ি হাঁসখালির দক্ষিণপাড়া এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৫ ০১:০৭
Share:

অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। মৃতার নাম অর্পিতা পাল (১৯)। বাড়ি হাঁসখালির দক্ষিণপাড়া এলাকায়।

Advertisement

বুধবার স্নাতক প্রথম বর্ষের আবশ্যিক বিষয়ে বাংলা পরীক্ষা ছিল। বগুলা শ্রীকৃষ্ণ কলেজের এই ছাত্রীর হোম সেন্টারে পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে কলেজ সূত্রে জানানো হয়েছে। বৃহস্পতিবার কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

কলেজ পড়ুয়াদের একাংশের অভিযোগ, এ দিন সাড়ে ১২টা থেকে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হয়। গেট খোলা হলে সকলে এক সঙ্গে ভিতরে ঢুকতে গেলে হুড়োহুড়ি শুরু হয়। ঠেলাঠেলিতে কয়েক জন কয়েকজন ছাত্রী পড়ে যান। তাঁদের মধ্যে অর্পিতাও ছিল। তাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অর্পিতার মেরুদণ্ড জন্ম থেকেই বাঁকা। একটানা বেশিক্ষণ চলতে পারতেন না। তবুও পড়াশুনো চালিয়ে চালিয়ে যাচ্ছিলেন।

Advertisement

যদিও কলেজের ভারপ্রাপ্ত শিক্ষক শুকদেব ঘোষ বলেন,‘‘খোঁজ নিয়ে দেখেছি যে ওই ছাত্রী পড়ে যায়নি। পরীক্ষার হলে বসার পরে তার শরীর খারাপ করে। তখনই তাকে আমরা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। পরিবারের সঙ্গে যোগাযাগ করি।’’

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement