গ্রাম দখল করা কেন্দ্র করে দিনভর বোমাবাজিতে উত্তপ্ত হল খড়গ্রামের রতনপুর। বৃহস্পতিবার সকাল থেকেই ওই গ্রামে দু’গোষ্ঠীর মধ্যে গ্রাম দখল করা কেন্দ্র করে বোমাবাজি শুরু হয়। তবে কেউ জখম হননি। এ দিকে, বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।