দুর্ঘটনায় মৃত্যু

বুধবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম গোলাম মর্তুজা (২৮)। বাড়ি রঘুনাথগঞ্জ থানার মুকুন্দপুরে। রঘুনাথগঞ্জ থানার তালাই মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৫ ০২:২২
Share:

বুধবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম গোলাম মর্তুজা (২৮)। বাড়ি রঘুনাথগঞ্জ থানার মুকুন্দপুরে। রঘুনাথগঞ্জ থানার তালাই মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। অন্য দিকে, মঙ্গলবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এইনুল মামুদের (৩৮)। বাড়ি ফরাক্কা থানার জিগড়ি গ্রামে। পুলিশ জানিয়েছে, রাতে ফরাক্কার শঙ্করপুর মোড় থেকে সাইকেলে করে জিগড়ি যাওয়ার পথে মোটর সাইকেল তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তারাপুর হাসপাতাল পরে বহরমপুর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement