জখম যুবক

কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন এক যুবক। তাঁর নাম উজান চট্টোপাধ্যায়। বা়ড়ি হাওড়ার উলুবেড়িয়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তিনি মোটরবাইকে চেপে জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে বাড়ি ফিরছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ০১:৩০
Share:

কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন এক যুবক। তাঁর নাম উজান চট্টোপাধ্যায়। বা়ড়ি হাওড়ার উলুবেড়িয়ায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তিনি মোটরবাইকে চেপে জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১০টা নাগাদ বহরমপুর থানা এলাকার মেহেদিপাড়ার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দুষ্কৃতীরা ওই যুবকের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। তারপর তাঁকে গুলি করে। জখম যুবককে ওই রাতেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। মঙ্গলবার সকালে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement