কল্যাণী বিশ্ববিদ্যালয়

অ্যাডমিট না পেয়ে বিক্ষোভ

পরীক্ষার চব্বিশ ঘণ্টা আগেও অ্যাডমিট কার্ড হাতে পায়নি বিভিন্ন কলেজের বেশ কিছু পরীক্ষার্থী। বাধ্য হয়ে প্রায় শ’দুয়েক পরীক্ষার্থী দফায়-দফায় বিক্ষোভ দেখালেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। সোমবার তাঁরা উপাচার্য রতনলাল হাংলু এবং পরীক্ষা সমূহের নিয়ামক সঞ্জীবকুমার দত্তের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০২:৩৪
Share:

পরীক্ষার চব্বিশ ঘণ্টা আগেও অ্যাডমিট কার্ড হাতে পায়নি বিভিন্ন কলেজের বেশ কিছু পরীক্ষার্থী। বাধ্য হয়ে প্রায় শ’দুয়েক পরীক্ষার্থী দফায়-দফায় বিক্ষোভ দেখালেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। সোমবার তাঁরা উপাচার্য রতনলাল হাংলু এবং পরীক্ষা সমূহের নিয়ামক সঞ্জীবকুমার দত্তের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন।
পরীক্ষার্থীদের দাবি, তাঁরা সময়মতো পরীক্ষার ফর্ম পূরণ করে কলেজে জমা দিয়েছেন। তারপরে সময় মতো অ্যাডমিট আসছে না দেখে তাঁরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এক ছাত্রের কথায়, ‘‘কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলে।’’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে কথা বলতে চাইছেন না বলে অভিযোগ ছাত্রদের। এই পরিস্থিতিতে আজ, মঙ্গলবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে স্নাতকের পরীক্ষা শুরু হতে চলেছে। অ্যাডমিট হাতে না পাওয়া পরীক্ষার্থীরা এ দিন আদৌ পরীক্ষা দিতে পারবেন কি না সে ব্যাপারে রাত অবধি নিশ্চিৎ করে কিছু জানা যায়নি।
পরীক্ষা সমূহের নিয়ামক সঞ্জীবকুমার দত্ত বিশ্ববিদ্যালয়ের ত্রুটির কথা মানতে চাননি। তিনি বলেন, ‘‘সব পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন, সে কথা ভেবে পরপর তিন বার ফর্ম পূরণের দিন পিছনো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তা জানানো হয়। কলেজগুলিকেও মেল করে তা বলা হয়েছিল। তারপরেও বেশ কিছু পরীক্ষার্থী সময়ে আবেদন করেননি।’’ তার ফলেই এমনটা হয়েছে বলে তাঁর মত। সঞ্জীববাবু এ দিনের অবস্থানে থাকা পড়ুয়াদের বিষয়টি ভেবে দেখার আশ্বাসও দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement