এনএসএস-এর বাছাই শিবির

জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এক দিনের বাছাই শিবির অনুষ্ঠিত হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। মঙ্গলবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলু। নদিয়া-মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনার ২১টি কলেজের এনএসএস-এর সদস্যেরা প্রাক্ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই বাছাই শিবিরে যোগ দেন। তাঁদের মধ্যে থেকে ১২ জনকে বেছে নেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪৫
Share:

জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এক দিনের বাছাই শিবির অনুষ্ঠিত হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। মঙ্গলবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলু। নদিয়া-মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনার ২১টি কলেজের এনএসএস-এর সদস্যেরা প্রাক্ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই বাছাই শিবিরে যোগ দেন। তাঁদের মধ্যে থেকে ১২ জনকে বেছে নেওয়া হয়। জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক সুখেন বিশ্বাস জানান, সফল স্বেচ্ছাসেবকেরা ২৬ এবং ২৭ সেপ্টেম্বর রাজ্যস্তরের বাছাই পর্বে যোগ দেবেন। ওই অনুষ্ঠানটি হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাঁকুড়া খ্রিষ্টান কলেজে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement