জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এক দিনের বাছাই শিবির অনুষ্ঠিত হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। মঙ্গলবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলু। নদিয়া-মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনার ২১টি কলেজের এনএসএস-এর সদস্যেরা প্রাক্ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই বাছাই শিবিরে যোগ দেন। তাঁদের মধ্যে থেকে ১২ জনকে বেছে নেওয়া হয়। জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক সুখেন বিশ্বাস জানান, সফল স্বেচ্ছাসেবকেরা ২৬ এবং ২৭ সেপ্টেম্বর রাজ্যস্তরের বাছাই পর্বে যোগ দেবেন। ওই অনুষ্ঠানটি হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাঁকুড়া খ্রিষ্টান কলেজে।