চোর সন্দেহে গণপিটুনি

জেলা প্রশাসনিক ভবন চত্বরে সাইকেল চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করল এলাকার মানুষ। গুরুতর জখম অবস্থায় কোতোয়ালি থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবকের নাম সহিদ শেখ। বাড়ি চাপড়ার হাটখোলা গ্রামে। ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৪ ০০:১৮
Share:

জনতার শাসন। কৃষ্ণনগরে তোলা নিজস্ব চিত্র।

জেলা প্রশাসনিক ভবন চত্বরে সাইকেল চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করল এলাকার মানুষ। গুরুতর জখম অবস্থায় কোতোয়ালি থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবকের নাম সহিদ শেখ। বাড়ি চাপড়ার হাটখোলা গ্রামে। ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার দুপুর ১ টা নাগাদ জেলা প্রশাসনিক ভবন চত্বরের ভিতরে রাখা একটি সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই যুবক। সাইকেলের মালিক দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। অন্যরা ছুটে এসে তাঁকে ধরে ফেলে। সেখানেই শুরু হয় গণপিটুনি। মাটিতে ফেলে বেধড়ক মারধর চলে। এরই মধ্যে অবশ্য প্রশাসনিক ভবনেরই কয়েক জন কর্মী গণপিটুনিতে বাধা দেন। খবর দেওয়া হয় পুলিশে। কর্মীদের দাবি বেশ কয়েক দিন ধরেই প্রশাসনিক ভবনের সামনে থেকে একাধিক সাইকেল চুরি হয়ে গিয়েছে। চুরি হয়ে গিয়েছে মোটর বাইকও। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই যুবক সাইকেল নিয়ে হাতেনাতে ধরা পড়ে যাওয়ার পরে ঘটনাস্থলে উপস্থিত বেশ কিছু মানুষ পুরনো সাইকেল চুরির প্রসঙ্গ তুলে মারধর শুরু করেন। তবে প্রশাসনিক ভবন চত্বরে কী ভাবে মানুষ আইন নিজেদের হাতে তুলে নিলেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। একই ভাবে প্রশ্ন উঠছে, যে ভাবে পরপর সাইকেল চুরির ঘটনা ঘটে চলেছে তাতে প্রশাসনিক ভবন চত্বরের ভিতরের নিরাপত্তা নিয়েও। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) উৎপল ভদ্র বলেন,‘‘ওই যুবক সুস্থ হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন