টুকরো খবর

শিক্ষিকরা নিয়মিত কলেজে আসেন না। দীর্ঘদিন ধরে কলেজে কোনও স্থায়ী অধ্যক্ষ নেই। কলেজে না এসেও অনেক শিক্ষক মাসের শেষে হাজিরা খাতায় সই করেন। এমনই গুচ্ছের অভিযোগ তুলে শুক্রবার সকাল এগারোটা ক্ষমতাসীন ছাত্র পরিষদ কান্দি রাজ কলেজের মূল ফটকে তোলা ঝোলাল। কলেজে ঢুকতে না পেরে দীর্ঘক্ষণ রোদের মধ্যে ঠাঁই দাঁড়িয়ে থেকে বাড়ি পালান শিক্ষক ও পড়ুয়ারা।

Advertisement
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৪ ০১:১৮
Share:

কান্দি রাজ কলেজে তালা

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কান্দি

শিক্ষিকরা নিয়মিত কলেজে আসেন না। দীর্ঘদিন ধরে কলেজে কোনও স্থায়ী অধ্যক্ষ নেই। কলেজে না এসেও অনেক শিক্ষক মাসের শেষে হাজিরা খাতায় সই করেন। এমনই গুচ্ছের অভিযোগ তুলে শুক্রবার সকাল এগারোটা ক্ষমতাসীন ছাত্র পরিষদ কান্দি রাজ কলেজের মূল ফটকে তোলা ঝোলাল। কলেজে ঢুকতে না পেরে দীর্ঘক্ষণ রোদের মধ্যে ঠাঁই দাঁড়িয়ে থেকে বাড়ি পালান শিক্ষক ও পড়ুয়ারা। ছাত্র পরিষদের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন না। ছাত্র সংসদের সম্পাদক তন্ময় ঘোষের অভিযোগ, “এ ছাড়াও সংস্কারের নামে কলেজের হস্টেলটিকে প্রায় এক এক বছর ধরে বন্ধ করে রেখেছেন কর্তৃপক্ষ। মেরামতির অছিলায় ছাত্রীদের ‘কমন রুম’-ও বন্ধ প্রায় এক বছর ধরে। তাই আমরা তালা ঝোলানোর সিদ্ধান্ত নিয়েছি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুস্মিতা ঠাকুর বলেন, “এক সময় মুষ্টিমেয় শিক্ষক কলেজে না এসেও হাজিরা খাতায় সই করতেন। কিন্তু সে সব এখন অতীত।”

Advertisement

২০ লক্ষ টাকা উদ্ধার, আটক ৪

নথিপত্র ছাড়া কুড়ি লক্ষ টাকা নিয়ে ঘোরাঘুরি করার অভিযোগে চার জনকে আটক করল পুলিশ। শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের বেলডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি আটকে আরোহীদের কাছ থেকে ২০ লক্ষ ২৬ হাজার ৩৫৩ টাকা উদ্ধার হয়। গাড়ির আরোহী কেনারাম ঘোষ, দীপক চট্টোপাধ্যায়, অর্জুন বাগ ও অখিল ঘোষকে আটক করেছে পুলিশ। বর্ধমানের মেমারির এই চার বাসিন্দা আলু বিক্রির টাকা নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।

দুর্ঘটনায় জখম

তৃণমূলনেত্রীর কর্মিসভায় আসার পথে একটি ছোট গাড়ি রাস্তার পাশে উল্টে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পাঁচ জন জখম হয়েছেন। তাঁদের বাড়ি চাপড়ার ভগবানপুরে। আহতদের মধ্যে দু’জনকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার ভগবানপুর ও দৈয়ের বাজারের মাঝে ঘটনাটি ঘটে।

যুবক খুন

শুক্রবার সকালে হরিহরপাড়ার তরতিপুর থেকে একটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম ইউসুফ আলি মণ্ডল (৫২)। তিনি ছাগল কেনা বেচার ব্যবসা করতেন। বাড়ির কাছে একটি কলা বাগানে তাঁর দেহটি উদ্ধার হয়। মৃতের দেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মৃতের ভাই কাজেম শেখের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

খুলল স্বাস্থ্যকেন্দ্র

চিকিৎসক নিয়মিত আসবেন আশ্বাসে দু’দিন বন্ধ থাকার পর শুক্রবার সুতির অরঙ্গাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তালা খুলে দিলেন তৃণমূল সমর্থকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement