কলেজ-গণ্ডগোলে ধৃত আরও এক
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর
শান্তিপুর কলেজে বিজয় মিছিলে গুলি চালানোর অভিযোগে রাহুল বসাক নামে শান্তিপুরের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার তাকে ফুলিয়া এলাকা থেকে ধরা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে কলেজের বিজয় মিছিলে গুলি চালানোর অভিযোগ রয়েছে। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “ওই যুবকের খোঁজে তল্লাশি চলছিল। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে।” দিন কয়েক আগে শান্তিপুর কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক টিএমসিপি’র মনোজ সরকার এবং সংগঠনের কলেজ ইউনিট সভাপতি হাসিবুল শেখকে কলেজে গণ্ডগোল ও গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি শান্তিপুর কলেজে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচনকে ঘিরে টিএমসিপি’র গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোজ সরকার ও হাসিবুল শেখের অনুগামীরা মাঝে মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ত। উভয় পক্ষের মধ্যে বোমা ও গুলি চলে বলেও অভিযোগ। মনোজ সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে তার অনুগামীদের নিয়ে কলেজের বাইরে বিজয় মিছিল বের করলে সেই মিছিলে গুলি চলে। এক ছাত্রের পায়ে গুলিও লাগে। ওই ঘটনায় মূল অভিযুক্ত ছিল মনোজের বিরুদ্ধ গোষ্ঠীর ঘনিষ্ঠ বলে পরিচিত রাহুল। যদিও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অয়ন দত্ত বলেন, “ধৃত ওই যুবকের সঙ্গে আমাদের সংগঠনের কোনও সম্পর্ক নেই।”
ফের খোরজুনার ক্ষ্যগ্রহণ পিছোল
নিজস্ব সংবাদদাতা • কান্দি
অভিযুক্ত পক্ষের প্রধান আইনজীবী অসুস্থ থাকার কারণে ফের পিছিয়ে গেল খোরজুনা ধর্ষণ-কাণ্ডের সাক্ষ্যগ্রহণ পর্ব। মঙ্গলবার কান্দি মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টে পড়শিদের সাক্ষী দেওয়ার কথা ছিল। কিন্তু অভিযুক্ত প্রকাশ দাসের আইনজীবী সনাতন স্বর্ণকার অসুস্থ থাকার কারণ দর্শিয়ে বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়ের কাছে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে দেওয়ার আবেদন করেন। বিচারক ২১-২৯ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে বলে নির্দেশ দেন। ২০১৩ সালের জুন মাসে বড়ঞা থানার খোরজুনা গ্রামের এক মহিলার মৃতদেহ উদ্ধারের পরে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। পুলিশ ওই দিনই ওই মহিলার প্রতিবেশী প্রকাশ দাসকে গ্রেফতার করে। তারপর থেকে প্রকাশ বিচারাধীন বন্দি। এ দিকে, বারবার আদালতে এসে ফিরে যেতে হচ্ছে বলে ক্ষুব্ধ সাক্ষীরা। মৃতার স্বামী বলেন, “আমরা চাইছি অভিযুক্ত দ্রুত শাস্তি পেয়ে যাক। কিন্তু ওই আইনজীবী বারবার মামলাটি পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে।”
আড়াই বছর পর মিড-ডে স্কুলে
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট
আড়াই বছর পর আবার মিড ডে মিল চালু হল বড়োয়া নতুনপাড়া হাইস্কুলে। চাল নিয়ে গণ্ডগোলের জেরে ২০১১ সালের অক্টোবর মাস থেকে মিড-ডে মিল বন্ধ ছিল এই স্কুলে। এমনকী বিষয়টি উচ্চ আদালতেও গড়ায়। স্কুলের সহকারী শিক্ষক ত্রিদিবকুমার বিশ্বাস বলেন, ‘‘বিষয়টি এখনও আদালতের বিচারাধীন। তবুও আমরা নতুন করে মিড ডে মিল চালু করেছি। মঙ্গলবার দুপুরে ওই স্কুলের প্রায় ৫০০ ছাত্র-ছাত্রীকে খাবার দেওয়া হয়।” স্থানীয় বাসিন্দা পার্থপ্রতিম বর্মন বলেন, ‘‘অনগ্রসর ও সংখ্যলঘু সম্প্রদায়ের বসবাস এই এলাকায়। আমরা প্রশাসনের কাছে দীর্ঘ দিন ধরেই দাবি জানিয়ে আসছিলাম মিড-ডে মিল চালু করার জন্য। দেরিতে হলেও মিড-ডে শুরু হওয়ায় খুশি।’’
বাস উল্টে জখম চার
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা
মঙ্গলবার শক্তিপুর থানার বাজারসৌ-এর কাছে রামনগরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ৪ ব্যক্তি জখম হন। জখমদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
মহাসম্মেলন
মঙ্গলবার নদিয়ার গাংনাপুরের আঁইশমালী আঞ্চলিক মতুয়া সঙ্ঘের মহাসম্মেলন হল।