তারস্বরে মাইক ও হুল্লোড়ের প্রতিবাদে মহিলা-সহ প্রহৃত ৩

বিভিন্ন স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষাও দরজায় কড়া নাড়ছে। তাছাড়া পাড়ায় রয়েছেন অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা-সহ কচিকাঁচারাও। অভিযোগ, শত অনুরোধেও এ সব কথা কানে তোলেনি বহরমপুর শহরের সৈয়দাবাদ এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ললিত সেনের গলির ভৈরবপুজোর উদ্যোক্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৫ ০১:১৫
Share:

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রুমা ঘোষ।— নিজস্ব চিত্র।

বিভিন্ন স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষাও দরজায় কড়া নাড়ছে। তাছাড়া পাড়ায় রয়েছেন অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা-সহ কচিকাঁচারাও। অভিযোগ, শত অনুরোধেও এ সব কথা কানে তোলেনি বহরমপুর শহরের সৈয়দাবাদ এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ললিত সেনের গলির ভৈরবপুজোর উদ্যোক্তারা। মঙ্গলবার রাত পর্যন্ত তারস্বরে মাইক ও হুল্লোড়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকার লোকজন। রাত দশটা নাগাদ ওই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত হন নবম শ্রেণির পড়ুয়া পৃথ্বীশ ঘোষ, তার মা রুমাদেবী ও তাঁদের প্রতিবেশী শঙ্কর বিশ্বাস। ইটের আঘাতে গুরুতর জখম রুমাদেবী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

ঘটনার পরেই পুলিশএর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রুমাদেবীর স্বামী পার্থ ঘোষ। অভিযোগ, এত কাণ্ডের পরেও পুলিশের কোনও হেলদোল নেই। অভিযুক্তরা বুক ফুলিয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। পার্থবাবুর অভিযোগ, ভৈরব পুজোর অন্যতম উদ্যোক্তা প্রতিবেশী তুলি শর্মা ও তাঁর স্বামী ছোট্টু শর্মা। তারা দু’ জনে ইট দিয়ে রুমাদেবীর মাথা থেঁতলে দিয়েছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত মোট ৪ বার থানায় গিয়েছেন পার্থবাবু। কিন্তু পুলিশ বিষয়টিতে কোনও গুরুত্ব দিচ্ছে না বলেই অভিযোগ। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজকুমার দ্বিবেদী বলেন, ‘‘ওই ঘটনার কথা জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। অভিযোগকারীদের আমার কাছে আসতে বলুন!’’

৫ নম্বর ওয়ার্ডের কেবল মাত্র ললিত সেনের গলিই নয়, ভৈরব বা শিবপুজো উপলক্ষে সপ্তাহ খানেক ধরে সারা বহরমপুর শহর জুড়েই চলল শব্দ-দৈত্যের পাশাপাশি মদ্যপদের তাণ্ডব। ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবীর সরকার জানান, কেবল ৫ নম্বর ওয়ার্ডেই এ বার ভৈরব পুজোর সংখ্যা ৪২টি। ফলে চাঁদার জুলুম থেকে মাইকের আওয়াজ সবকিছুতেই অতিষ্ঠ এলাকার লোকজন। ললিত সেনের গলি বড়জোর ১০ ফুট চওড়া। সেই সঙ্কীর্ণ গলির ৪ ফুট দখল করে মঙ্গলবার ভৈরব পুজো শুরু হয়। ক্ষুব্ধ রুমাদেবী হাসপাতালের শয্যায় শুয়ে বলছেন, ‘‘আট দিন ধরে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত তারস্বরে মাইক বাজিয়ে, মদ খেয়ে পুজোর নামে তাণ্ডব চলছে! হাজার নিষেধ করেও ওরা কথা শোনেনি।’’

Advertisement

ওই পুজোর অন্যতম উদ্যোক্তা তুলি ও তার স্বামী ছট্টু শর্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে বাড়ি থেকে বলা হয়, ‘‘ওরা বাইরে আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন