শিশু শ্রমিক উদ্ধারে গিয়ে প্রহৃত হয়েছিলেন শ্রম দফতরের কর্তারা। ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার দু’জনকে গ্রেফতার করল বেলডাঙা থানার পুলিশ। বেলডাঙার কাপাসডাঙার ওই ঘটনায় মারের হাত থেকে রেহাই পায়নি পুলিশও। গোটা ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়। রাতেই এলাকায় বিরাট বাহিনী নিয়ে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় জানু শেখ ও এজেল শেখকে। তবে প্রধান অভিযুক্ত আজমাইল শেখ এখনও পলাতক। পুলিশ তাঁকে খুঁজছে।