ভোটে ঘরে ফেরার ডাক জেলাশাসকের চিঠিতে

ভোটের আগে এবার ‘ঘরে ফেরার ডাক’ দিলেন স্বয়ং জেলাশাসক। আত্মীয়-পরিজন ছেড়ে যাঁরা কাজের জন্য দিনের পর দিন পড়ে আছেন ভিন্ দেশে, এ বার তাঁদের রীতিমতো চিঠি দিয়ে ভোট দিতে আসার আমন্ত্রণ জানাচ্ছেন নদিয়ার জেলাশাসক পি বি সালিম। তৈরি হয়ে গিয়েছে সেই চিঠির বয়ান। কোনও কারণে নির্দিষ্ট ঠিকানা না পেলে মোবাইল ফোনে ‘এসএমএস’ করে ডাকা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৪ ০০:৫১
Share:

ভোটের আগে এবার ‘ঘরে ফেরার ডাক’ দিলেন স্বয়ং জেলাশাসক। আত্মীয়-পরিজন ছেড়ে যাঁরা কাজের জন্য দিনের পর দিন পড়ে আছেন ভিন্ দেশে, এ বার তাঁদের রীতিমতো চিঠি দিয়ে ভোট দিতে আসার আমন্ত্রণ জানাচ্ছেন নদিয়ার জেলাশাসক পি বি সালিম। তৈরি হয়ে গিয়েছে সেই চিঠির বয়ান। কোনও কারণে নির্দিষ্ট ঠিকানা না পেলে মোবাইল ফোনে ‘এসএমএস’ করে ডাকা হবে।

Advertisement

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ৩০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বিএলও বা বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি ঘুরে ভোটের স্লিপ বিলি করবেন। সেই সময় বিএলওরা কর্মসূত্রে যাঁরা বাইরে থাকেন তাঁদের চিহ্নিত করবেন। তাঁদের পরিবারের কাছ থেকে সংগ্রহ করবেন বর্তমান ঠিকানা। তারপরে সেই ঠিকানায় পাঠানো হবে জেলাশাসকের চিঠি। জেলাশাসক পি বি সালিম বলেন, ‘‘গত বার প্রায় সাড়ে পাঁচ লক্ষ ভোটার ভোট দেননি। দেখা গিয়েছে এই ভোটারদের মধ্যে প্রায় দু’লক্ষ কর্মসূত্রে বাইরে থাকার কারণে ভোট দিতে আসেননি। আমরা বুথ লেভেল অফিসারদের মাধ্যমে তাঁদের চিহ্নিত করে চিঠি পাঠাব। সেই মতো আমরা ডাক বিভাগের সঙ্গে কথা বলেছি।” ডাক বিভাগের নদিয়া উত্তর ডিভিশনের সুপার জয়ন্ত ভট্টাচার্য বলেন, ‘‘নদিয়া জেলা প্রশাসনের এই উদ্যোগটি খুবই প্রশংসনীয়। আমরাও সহযোগিতা করতে সব রকম ভাবে প্রস্তুত। চেষ্টা করব যত দ্রুত সম্ভব চিঠিগুলি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়ার। আমরা জেলা প্রশাসনকে বলেছি যে ওই চিঠিগুলির উপরে যেন অবশ্যই করে ‘ইলেকশন আর্জেন্ট’ কথাটা লেখা থাকে।’’

এই মুহুর্তে রাজমিস্রির কাজে মুম্বইতে আছেন ধুবুলিয়ার বনগ্রামের যুবক দুলাল মণ্ডল। প্রায় দেড় বছর তিনি বাড়ি ছাড়া। এবার ভোটে তিনি বাড়ি আসবেন কি না তা নিশ্চিত ভাবে বলতে পারছেন না তাঁর পরিবারের লোকজন। দাদা সুশান্ত মণ্ডল বলেন, ‘‘বারবার করে ভোট দিতে আসার জন্য বলছি। কিন্তু ভাই আসবে কি না তা নিশ্চিত করে কিছু বলছে না। আশা করছি জেলাশাসকের চিঠি পাওয়ার পর ভাই বাড়ি ফিরবে।”

Advertisement

জেলার ভোটারদের বুথমুখী করতে আরও একাধিক পরিকল্পনা নিয়েছেন নদিয়া জেলা প্রশাসন। এর আগে ভোটার কার্ড দেখিয়ে কেনাকাটা করলে ছাড়ের ব্যবস্থা করেছিল জেলা প্রশাসন। এ বার জেলার পাঁচটি কলেজে ‘গণতান্ত্রিক ব্যবস্থা’ নিতে বিতর্কসভার আয়োজন করা হচ্ছে। সেরার হাতে জেলা প্রশাসনের বিশেষ স্মারক ‘মৃগবাবু’ তুলে দেওয়া হবে। পাশাপাশি রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জার ট্রেনটিকে ভোটদান সংক্রান্ত বিষয়ে সাজিয়ে ‘ব্র্যান্ডিং’ করার কথা ভাবা হচ্ছে। ২ মে থেকে সুসজ্জিত সেই ট্রেনটি লালগোলা-রানাঘাট শাখায় চলাচল করবে। সেই মতো পূর্ব রেলের কাছ থেকে অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলাশাসক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন