শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ কলেজে

কলেজে নানা অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও হয় না। ছাত্র সংসদের নির্বাচনের দাবি বলা হলেও তা হচ্ছে না। এই রকমই একাধিক দাবি তুলে শিক্ষকদের ঘরে আটকে বিক্ষোভ দেখাল বেলডাঙা এসআরএফ কলেজের ছাত্র পরিষদের সদস্য ও কলেজের পড়ুায়ারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ০২:২৬
Share:

কলেজে নানা অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও হয় না। ছাত্র সংসদের নির্বাচনের দাবি বলা হলেও তা হচ্ছে না। এই রকমই একাধিক দাবি তুলে শিক্ষকদের ঘরে আটকে বিক্ষোভ দেখাল বেলডাঙা এসআরএফ কলেজের ছাত্র পরিষদের সদস্য ও কলেজের পড়ুায়ারা। সোমবারের ঘটনা। অভিযোগ, কলেজে নবীনবরণ, অনুষ্ঠান, খেলা, কুইজের মতো অনুষ্ঠানের কথা থাকলেও তা হয় না। বিগত ছাত্র সংসদ ছাত্র পরিষদের হাতে থাকলেও ছাত্র পরিষদকে কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। পুনরায় নির্বাচন করার দাবি জানালেও কোনও কথাই শুনছেন না কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা। তারই দাবিতে এ দিনের বিক্ষোভ। এ দিন বেলডাঙা কলেজে বেলা ১২টার নাগাদ দরজা আটকে বিক্ষোভ শুরু করে ছাত্র পরিষদের সদস্যেরা। চলে বিকেল ৪টে পর্যন্ত। কিন্তু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা মুখোপাধ্যায় কলেজে অনুপস্থিত থাকায় অন্য শিক্ষকদের অনুরোধে বিক্ষোভ উঠে যায়। আন্দোলনকারীদের একজন হজরত আলি বলেন, ‘‘কলেজেরে মাঠ সংস্কার হচ্ছে না। ছাত্র সংসদের ‘ফিস’ ছাত্রদের কাছ থেকে নেওয়া হলেও ছাত্র সংসদকে অনুষ্ঠানের সব দায়িত্ব দেওয়া হচ্ছে না। এ ছাড়া কলেজে পঠন পাঠনের সুস্থ পরিবেশ ফেরানোর দাবিতে এই বিক্ষোভ।’’ আজ, মঙ্গলবার ফের আন্দোলনে হবে বলে তিনি জানান। কলেজের পক্ষে জানান হয়েছে এ দিন এই আন্দোলন চলাকালীন বাংলা বিভাগের এক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা মুখোপাধ্যায়কে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও বক্তব্য মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement