শিশু উদ্ধার

সদ্যোজাত শিশুপুত্রকে হাসপাতাল চত্বরে ফেলে গিয়েছিল এক দম্পতি। রবিবার ভোরে সেই শিশুকে উদ্ধার করেন পাড়ারই এক মহিলা। বিষয়টি জানাজানি হতে এলাকার লোকজন শিশুটির বাবা-মার উপর চড়াও হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৫ ০২:২৯
Share:

সদ্যোজাত শিশুপুত্রকে হাসপাতাল চত্বরে ফেলে গিয়েছিল এক দম্পতি। রবিবার ভোরে সেই শিশুকে উদ্ধার করেন পাড়ারই এক মহিলা। বিষয়টি জানাজানি হতে এলাকার লোকজন শিশুটির বাবা-মার উপর চড়াও হয়। জেলার ‘চাইল্ড ওয়েলফেয়ার কমিটি’র হস্তক্ষেপে শিশুটিকে ফুলিয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসাধীন। কমিটির সভাপতি রিনা মুখোপাধ্যায় বলেন, ‘‘নিরাপত্তার স্বার্থে শিশুটিকে বাবা-মার হাতে তুলে দিইনি।’’

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরে ফুলিয়ার হাসপাতালপাড়ার বাসিন্দা এক মহিলা শনিবার বাড়িতে স্বাভাবিক প্রসবের মাধ্যমে ওই শিশুপুত্রের জন্ম দেন। তারপর শিশুটিকে মহিলা ও তাঁর স্বামী বস্তায় ভরে হাসপাতাল চত্বরে ফেলে দেন। রবিবার ভোরে পাড়ারই এক মহিলা শিশুটিকে উদ্ধার করেন। শিশুটিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে তিনি বাড়ি নিয়ে আসেন। ঘটনাটি জানাজানি হতেই শিশুটির বাবা-মার বাড়িতে এলাকার লোকজন চড়াও হয়। এলাকার বাসিন্দা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তৃণমূলের রঘুনাথ চট্টোপাধ্যায় বিষয়টি পুলিশকে জানান। যোগাযোগ করেন জেলার চাইল্ড লাইনের সঙ্গেও। তারপর ‘চাইল্ড লাইন’ শিশুটিকে উদ্ধার করে। রঘুনাথবাবু বলেন, ‘‘যতটুকু জানি অভাবের কারণে ওই দম্পত্তি এই কাণ্ড ঘটিয়েছেন। তবে এ ঘটনা কোনওভাবেই মানা যায় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement