সিপিএমের কার্যালয় ভাঙচুরের অভিযোগ

সিপিএমের এক কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে নবদ্বীপের চটিরমাঠ পালপাড়ার ঘটনা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নবদ্বীপ শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৪
Share:

সিপিএমের এক কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে নবদ্বীপের চটিরমাঠ পালপাড়ার ঘটনা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

অভিযোগ, এ দিন বেশি রাতে কে বা কারা নবদ্বীপ পুরসভার এক নম্বর ওয়ার্ডের পালপাড়ার ওই কার্যালয়ে হামলা চালায়। সকালে এলাকার মানুষের কাছে খবর পেয়ে সিপিএমের স্থানীয় নেতারা ঘটনাস্থলে যান। দরমার দিয়ে তৈরি ঘর ভেঙ্গে ভিতরে ঢুকে হামলাকারিরা যাবতীয় কাগজপত্র, দলীয় পতাকা, ছবি নিয়ে পালিয়েছে বলে অবিযোগ। নবদ্বীপ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এ প্রসঙ্গে সিপিএমের নবদ্বীপ লোকাল কমিটির সম্পাদক অমরেন্দ্র নাথ বাগচি বলেন, “ভোটের আগে বিরোধীদের ভয় দেখাতে এই ঘটনা পরিকল্পিত ভাবেই ঘটানো হয়েছে। তৃণমূলাশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে।” এই ঘটনার প্রতিবাদে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সোমবার বিকেলে এলাকায় বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করে সিপিএম।

তৃণমূলের নবদ্বীপ শহর সভাপতি শ্যামাপ্রসাদ পাল অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘‘এমন কোনও ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। আসলে সিপিএমের এখন অস্তিত্বের সংকট। তাই এভাবে লোক জড়ো করতে হচ্ছে। নবদ্বীপ শহরে তৃণমূলকে এই রাজনীতি করতে হয় না।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন