সংস্কৃতি যেখানে যেমন...

‘শরৎস্মৃতি নাট্য সংস্থা’ আয়োজিত ছয় দিনের বিংশতিতম আন্তর্জাতিক নাট্যোৎসব শেষ হল গত বৃহস্পতিবার। ১৯ ডিসেম্বর শুরু হওয়া ওই নাট্যোৎসবে বহরমপুরের ‘ঋত্বিক’ ও বাংলাদেশের নাট্যদল অভিনয় করে। ২৪ ও ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয় করিমপুর ‘ডমরু ড্যান্স অ্যাকাডেমি’র নৃত্যানুষ্ঠান।

Advertisement
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ০১:১৮
Share:

করিমপুরে নাট্যোৎসব

Advertisement

‘শরৎস্মৃতি নাট্য সংস্থা’ আয়োজিত ছয় দিনের বিংশতিতম আন্তর্জাতিক নাট্যোৎসব শেষ হল গত বৃহস্পতিবার। ১৯ ডিসেম্বর শুরু হওয়া ওই নাট্যোৎসবে বহরমপুরের ‘ঋত্বিক’ ও বাংলাদেশের নাট্যদল অভিনয় করে। ২৪ ও ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয় করিমপুর ‘ডমরু ড্যান্স অ্যাকাডেমি’র নৃত্যানুষ্ঠান। অন্য দিকে, করিমপুর ‘মুক্তধারা’ আয়োজিত দ্বিতীয় বর্ষের পাঁচ দিনের নাট্যমেলা শুরু হয়েছে ২৪ ডিসেম্বর। স্থানীয় জগন্নাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই নাট্যমেলায় আয়োজক সংস্থা ও বাইরের শিল্পী দ্বারা মোট ছয়টি নাটক অভিনীত হবে।

স্মৃতিচারণা

Advertisement

রানাঘাট: নানা অনুষ্ঠানে রানাঘাট পালচৌধুরী স্কুলের প্রাক্তনীদের সংগঠন ‘৬৬-র আমরা’-র সদস্যেরা স্কুল জীবনের ৫০ বছর উদ্‌যাপন করল। এ দিন গান, কবিতা, আবৃত্তি ও স্মৃতিচারণা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ও লেখক তাপস বন্দ্যোপাধ্যায়, সংগঠনের সম্পাদক দীপেন মিত্র, নিতাই পাল-সহ অন্যেরা। কবি ও শিশু সাহিত্যিক অপূর্ব দত্তকে সম্মাননা জ্ঞাপন করা হয়। অপূর্ববাবু বলেন, ‘‘এ দিন উপস্থিত থাকতে পেরে ভাল লাগছে।’’ সম্পাদক দীপেনবাবু জানান, ১৯৬৬ সালে ওই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। একে অপরের পাশে দাঁড়াতে ও সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলতে ২০১১ সালে তাঁরা ওই সংগঠন গড়েন।

নৃত্যনাট্য

কৃষ্ণনগর: অনুষ্ঠিত হল ‘নাচঘর’-এর দ্বিতীয় বছরের ডান্স ড্রামা ফেস্টিভ্যাল। ২৭ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দেয় সংস্থার ছাত্রছাত্রীরা। সংস্থার শিক্ষক তনয় সাধুখাঁ ও তার গুরুর ‘কর্ণ-কুন্তি সংবাদ’ নৃত্যনাট্যটি দর্শকদের মুগ্ধ করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন