দল তাঁকে বহিষ্কার করেছে। মাস খানেক আগে তিনি নিজের অনুগামীদের নিয়ে তৃণমূলের ব্যানারে সভা করেছিলেন। সেই হুমায়ুন কবীর শুক্রবার দলের প্রতিষ্ঠা দিবস পালন করলেন। এ দিন বেলডাঙার তকিপুর হাই মাদ্রাসার মাঠে তিনি অনুগামীদের নিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করলেন। উল্লেখ্য, বছর খানেক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। রাজ্যের মন্ত্রী হন। পরে উপনির্বাচনে তিনি হেরে যান। কয়েক মাস আগে দল তাঁকে বহিষ্কার করে।