TMC MLA Tapas Saha

মস্তিষ্কে রক্তক্ষরণ! অসুস্থ তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা, ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে

অসুস্থ নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। দলীয় সূত্রে খবর, বিধায়কের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। অসুস্থ হয়ে পড়ায় কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৬:০২
Share:

তাপস সাহা। —ফাইল ছবি।

অসুস্থ নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। দলীয় সূত্রে খবর, বিধায়কের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। অসুস্থ হয়ে পড়ায় কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাপস।

Advertisement

দলীয় সূত্রে খবর, প্রতিদিন সকাল ৬টা নাগাদ বাড়ি সংলগ্ন কার্যালয়ে বসতেন তাপস। কিন্তু বুধবার তিনি কার্যালয়ে না আসায় ঘরে খোঁজ নিতে যান এক দলীয় কর্মীর। তখনই দেখা যায়, ঘরে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন বিধায়ক। অক্সিজেন সাপোর্ট দিয়ে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় বিধায়ককে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তেহট্ট মহকুমা হাসপাতালে চিকিৎসক ডি রায় বলেন, ‘‘প্রাথমিক ভাবে ব্রেন স্ট্রোক বলে মনে হচ্ছে। অস্বাভাবিক ভাবে রক্তচাপ ওঠানামা করছিল। উন্নততর চিকিৎসার জন্য তাপসবাবুকে স্থানান্তরিত করা হয়েছে।’’

Advertisement

জেলা তৃণমূল সূত্রে খবর, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন তৎকালীন যুব নেতা তাপস সাহা। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশিপাড়ার বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২১ সালের নির্বাচনে তিনি তেহট্ট থেকে নির্বাচিত হন। গত বছর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সামনে এসেছিল তাপসের নাম। চাকরি দেওয়ার নাম করে তিনি কয়েক কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁর কণ্ঠস্বরও সংগ্রহ করে সিবিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement