CPIM

সম্মেলনে নেতা বদলের দাবি উত্তর ২৪ পরগনায়

আন্দোলন বা প্রতিবাদী কর্মসূচির ক্ষেত্রে ছাত্র, যুব ও মহিলা সংগঠনের উপরে অতিরিক্ত নির্ভরতার প্রসঙ্গও এসেছে সম্মেলনের আলোচনায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৬
Share:

সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলনে প্রতিবেদন পেশ করছেন জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী। —নিজস্ব চিত্র।

আন্দোলনে গতি আনতে দলের জেলা নেতৃত্বে পরিবর্তনের দাবি উঠল সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলনে। সিপিএমের রাজ্য নেতৃত্ব সেই দাবিতে শেষ পর্যন্ত সায় দেবেন কি না, তা অবশ্য নিশ্চিত নয়। আন্দোলন বা প্রতিবাদী কর্মসূচির ক্ষেত্রে ছাত্র, যুব ও মহিলা সংগঠনের উপরে অতিরিক্ত নির্ভরতার প্রসঙ্গও এসেছে সম্মেলনের আলোচনায়। বারাসতে শুক্রবার শুরু হয়েছে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলার ২৬তম সম্মেলন। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, রাজ্য নেতৃত্বের তরফে সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, শ্রীদীপ ভট্টাচার্য, অমিয় পাত্র, কল্লোল মজুমদার, দেবব্রত ঘোষ প্রমুখ। সূত্রের খবর, রাজ্য নেতাদের সামনেই প্রতিনিধিদের একাংশ সরব হয়েছেন জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীর সক্রিয়তা নিয়ে। অসুস্থতার কারণে এর মধ্যে কিছু দিন মৃণাল দায়িত্বে ছিলেন না, কাজ চলেছিল ভারপ্রাপ্ত সম্পাদক রেখে। দলের একাংশের যুক্তি, সার্বিক ভাবেই জেলায় দলের সক্রিয়তা বাড়ানো জরুরি। তার জন্য জেলা সম্পাদকের দায়িত্বেও পরিবর্তন দরকার। আর জি কর-কাণ্ডে গণ-সংগঠনকে সামনে রেখে সিপিএম আন্দোলন সাজানোর কৌশল নিলেও মূল দলের সাংগঠনিক জড়তা তাতে বেড়ে না যায়, সেই আশঙ্কার কথাও আলোচনায় উঠে এসেছে বলে সূত্রের খবর। সম্মেলনের প্রেক্ষাগৃহের বাইরে এ দিন কিছু ক্ষণের জন্য এসেছিলেন শাস্তিপ্রাপ্ত প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন