‘নেতাজি ভাবনা’র যাত্রা আজ এলগিনে

সাধারণ মানুষের জীবন-জীবিকার সঙ্কট মোচনের দাবিতে ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে ওই যাত্রা শুরু হয়েছিল ১১ জানুয়ারি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ০৭:৩৫
Share:

—ফাইল চিত্র।

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩ তম জন্মদিনের দু’দিন আগে কলকাতায় সমাপ্তি হতে চলেছে ‘নেতাজি ভাবনা যাত্রা’র। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়া, গণতন্ত্র রক্ষা এবং সাধারণ মানুষের জীবন-জীবিকার সঙ্কট মোচনের দাবিতে ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে ওই যাত্রা শুরু হয়েছিল ১১ জানুয়ারি।

Advertisement

নানা জেলা ঘুরে তিনটি বড় জাঠা আজ, সোমবার এসে মিলিত হবে এলগিন রোডে নেতাজি ভবনের কাছে। সেখানে সমাপ্তি সমাবেশে থাকবেন ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, চেয়ারম্যান বরুণ মুখোপাধ্যায়েরা।

কোচবিহার থেকে আসা জাঠা রবিবার উত্তর ২৪ পরগনায়, বীরভূমের মুরারই থেকে আসা জাঠা হাওড়ার উলুবেড়িয়ায় এবং আসানসোলের জাঠা হুগলিতে এসে পৌঁছেছে। সবক’টি জাঠাই আজ শেষ পর্বের যাত্রা শুরু করে আলাদা মিছিল নিয়ে এলগিন রোডে মিশবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন