তৃণমূলে নয়া কমিটি গঠন

বিধানসভা ভোট সামনে। গত লোকসভা ভোট বা সদ্য সমাপ্ত পুরভোটের নিরিখে জেলায় জেলায় কমিটি বিন্যাসের কাজে হাত দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। বেশির ভাগ ক্ষেত্রে বিধায়কদের মাথায় রেখে বিধানসভা কেন্দ্র ভিত্তিক কমিটি হচ্ছে। সাম্প্রতিক নির্বাচনে ভাল কাজ দেখাতে পারেননি, বা আনুগত্য নিয়ে প্রশ্ন রয়েছে এমন বিধায়কদের কমিটির বাইরে রাখা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০৩:২৬
Share:

বিধানসভা ভোট সামনে। গত লোকসভা ভোট বা সদ্য সমাপ্ত পুরভোটের নিরিখে জেলায় জেলায় কমিটি বিন্যাসের কাজে হাত দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। বেশির ভাগ ক্ষেত্রে বিধায়কদের মাথায় রেখে বিধানসভা কেন্দ্র ভিত্তিক কমিটি হচ্ছে। সাম্প্রতিক নির্বাচনে ভাল কাজ দেখাতে পারেননি, বা আনুগত্য নিয়ে প্রশ্ন রয়েছে এমন বিধায়কদের কমিটির বাইরে রাখা হয়েছে। দলের এক শীর্ষ নেতা জানান, হলদিয়ার বিধায়ক শিউলি সাহাকে এখনও কমিটির শীর্ষে বসানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ তিনি মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। মুকুল-ঘনিষ্ঠ বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তকেও কমিটির শীর্ষে বসানো হয়নি। তবে পূর্ব মেদিনীপুরে দলের ক্ষমতাসীন শিবিরের বিরুদ্ধ গোষ্ঠীতে থাকা সত্ত্বেও মাতঙ্গিনী ব্লকের সভাপতি হয়েছেন মন্ত্রী ও তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement