সমুদ্র-বন্দরে নজর রাখতে নতুন কপ্টার

ইংল্যান্ড থেকে আসছে কয়েকটি শক্তিশালী কপ্টার। দুই ইঞ্জিনের কপ্টার তৈরির বরাত দেওয়া হয়েছে হিন্দুস্থান অ্যারোনটিক্সকেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ০৩:৪৯
Share:

ইংল্যান্ড থেকে আসছে কয়েকটি শক্তিশালী কপ্টার। দুই ইঞ্জিনের কপ্টার তৈরির বরাত দেওয়া হয়েছে হিন্দুস্থান অ্যারোনটিক্সকেও। নতুন ধরনের ওই সব কপ্টারের কয়েকটিকে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় মোতায়েনের পরিকল্পনা করেছে উপকূলরক্ষী বাহিনী। এই দুই রাজ্যের উপকূলে টহল এবং জঙ্গি দমনে ওই কপ্টার উপযোগী হবে বলে জানান বাহিনীর কর্তারা। নতুন সমুদ্র-বন্দর গড়ে উঠলে চোরাকারবার বাড়তে পারে। নজরদারি বাড়াতেই ওই কপ্টার ও বাড়তি জাহাজ দরকার। বাহিনীর কলকাতা সদরের মুখপাত্র ডেপুটি কম্যান্ড্যান্ট অভিনন্দন মিত্র জানান, উপকূলরক্ষী বাহিনীর নতুন ডিজি রাজেন্দ্র সিংহ বৃহস্পতিবার এই নিয়ে আলোচনা করেন অফিসারদের সঙ্গে। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গেও দেখা করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন