Parking Plaza

রাস্তা ফেরাতে নয়া পার্কিং প্লাজ়ার পরিকল্পনা পাঁচ নম্বর সেক্টরে

পাঁচ নম্বর সেক্টরে ইতিমধ্যেই একটি গাড়ি রাখার প্লাজ়া রয়েছে। নতুন পার্কিং প্লাজ়া তৈরি করতে বছর দেড়েক সময় লাগবে বলে জানা গিয়েছে।

প্রবাল গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১০:১৮
Share:

পার্কিংয়ের জট থেকে রাস্তা মুক্ত রাখতে হবে নতুন প্লাজা। — প্রতীকী চিত্র।

পার্কিংয়ের জট থেকে রাস্তা মুক্ত রাখতে নতুন করে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টর তথা
শিল্পতালুকের সিপি ব্লকে পার্কিং প্লাজ়া তৈরির পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই তার জন্য পরিচালন সংস্থা নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ এক একর জমিও সরকারের থেকে পেয়েছে। দু’টি তল বিশিষ্ট ওই পার্কিং প্লাজ়ায় ৭০০টি গাড়ি রাখা সম্ভব হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছেন। পাঁচ নম্বর সেক্টরে ইতিমধ্যেই একটি এমন গাড়ি রাখার প্লাজ়া রয়েছে। নতুন ওই পার্কিং প্লাজ়া তৈরি করতে বছর দেড়েক সময় লাগবে বলে জানা গিয়েছে।

সম্প্রতি কলকাতায় বড়বাজারের কাছে, মেছুয়াপট্টির ঘিঞ্জি এলাকায় এক হোটেলের ভিতরে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় যেমন হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অগ্নি-বিধি মেনে চলার বিষয়ে উদাসীনতার অভিযোগ উঠেছে, তেমনই কলকাতা পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। হোটেলের ভিতরের অব্যবস্থা কী করে পুরসভার নজর এড়িয়ে গেল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

নবদিগন্তের আধিকারিকেরা জানান, যেখানে আগুন লাগে, সেখানে যেমন গাফিলতি থাকে, তেমনই অনেক সময়ে এলাকাভিত্তিক সমস্যার কারণেও আগুনের সঙ্গে মোকাবিলার কাজ বাধাপ্রাপ্ত হয়। বিশেষত ঘিঞ্জি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটলে অনেক ক্ষেত্রেই অকুস্থলে পৌঁছতে সমস্যা হয় দমকলের। সম্প্রতি পাঁচ নম্বর সেক্টরেও একটি রাসায়নিকের কারখানায় আগুন লাগার ঘটনায় দমকলের সেখানে পৌঁছতে সমস্যা হয়েছিল বলে জানতে পেরেছে নবদিগন্ত। কারণ পার্কিংয়ের জেরে রাস্তাটি সঙ্কীর্ণ হয়ে পড়েছিল। পার্কিংয়ের এই সমস্যাকে নিয়ন্ত্রণ করতেই পাঁচ নম্বর সেক্টরে দ্বিতীয় পার্কিং প্লাজ়া তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, পাঁচ নম্বর সেক্টরের বহু রাস্তাই বর্তমানে সঙ্কীর্ণ হয়ে গিয়েছে পার্কিংয়ের সমস্যার কারণে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সঙ্কীর্ণ হয়ে পড়েছে বাইক ও গাড়ির পার্কিংয়ের জন্য। তার জেরে দিনের ব্যস্ত সময়ে ওই সব জায়গায় ট্র্যাফিক মন্থর হয়ে পড়ে। আর জি কর আন্দোলনের সময়ে যখন চিকিৎসকেরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছিলেন, সেই সময়ে ওই এলাকায় যানজটের একটি বড় কারণ ছিল রাস্তার পার্কিং।

প্রশাসন সূত্রের খবর, শিল্পতালুকে ২৩০টি বাণিজ্যিক বহুতল রয়েছে। সেই সব জায়গায় দু’হাজারের মতো অফিস রয়েছে। পাঁচ নম্বর সেক্টরে প্রতিদিন আড়াই হাজারের কাছাকাছি গাড়ি চলাচল করে। যে কারণে অজস্র রাস্তায় গাড়ি ও বাইকের পার্কিং রয়েছে। এর বাইরেও একটি বহুতল পার্কিং প্লাজ়া আছে। এক আধিকারিকের কথায়, ‘‘পাঁচ নম্বর সেক্টরে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিভিন্ন অফিসই শুধু নয়, তার বাইরেও মাল্টিপ্লেক্স, শপিং মল, হোটেল, রেস্তরাঁ, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সে সবের সংখ্যা ক্রমবর্ধমান। ফলে গাড়ি চলাচল ভবিষ্যতে আরও বাড়বে। তার জন্য রাস্তাও প্রশস্ত হওয়া প্রয়োজন। তাই রাস্তা পার্কিংমুক্ত রাখতে নতুন করে পার্কিং প্লাজ়ার কথা ভাবা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন