State News

‘দূষণ আর ব্যাধি মুক্ত হোক সমাজ, পরিবেশ’

আরও একটা বছর শেষ। তার মানেই তো আরও একটা বছরের শুরু। সারা বছরের অনেক পাওয়া না-পাওয়াকে পুরনো ক্যালেন্ডারের মতোই সরিয়ে রেখে নতুন বছরের নতুন স্বপ্ন সাজাই আমরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৭ ১৪:০৮
Share:

নতুন বছরে কী আশা শীর্ষেন্দু-তিলোত্তমার।

আরও একটা বছর শেষ। তার মানেই তো আরও একটা বছরের শুরু। সারা বছরের অনেক পাওয়া না-পাওয়াকে পুরনো ক্যালেন্ডারের মতোই সরিয়ে রেখে নতুন বছরের নতুন স্বপ্ন সাজাই আমরা।

Advertisement

নানা উত্সবে, পার্টিতে বর্ষবরণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দিন কয়েক আগে থেকেই। নতুন বছরে বেড়াতে যাওয়ার ঠিকানা বা নতুন বছরের রেজোলিউশন কী হতে পরে, তা ভেবে ফেলেছেন অনেকেই। এ তো গেল ব্যক্তিগত প্রত্যাশা, পরিকল্পনার কথা। তবে আমাদের সমাজে যাঁরা বুদ্ধিজীবী, সাহিত্যিক, চিন্তাবিদ— তাঁদের প্রত্যাশাটা ব্যক্তিগত গণ্ডি ছাড়িয়ে যায়।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় চান, এ পৃথিবী দূষণমুক্ত হোক। বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির থেকে তাঁর প্রত্যাশা, এমন কিছু একটা আবিষ্কার হোক যা পৃথিবীকে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচাবে। দূষণমুক্ত, মানুষের বাসযোগ্য সুন্দর একটা পৃথিবী চান তিনি।

Advertisement

আরও পড়ুন, ২০১৮: কী চান মুখ্যমন্ত্রী, বললেন আনন্দবাজারকে

সাহিত্যিক তিলোত্তমা মজুমদারের প্রত্যাশা ব্যাধিমুক্ত সুস্থ সমাজের। যেখানে ডেঙ্গির পাশাপাশি ধর্ষণের মতো ভয়ঙ্কর মহামারিও আর থাকবে না। শিশুরা স্কুলে যাবে নির্ভয়ে। নিশ্চিন্তে থাকবেন তাদের বাবা-মায়েরাও। প্রতিটি মেয়ের জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠুক এই পৃথিবী, অপরাধমুক্ত হোক সমাজ— এটাই ২০১৮তে তিলোত্তমার প্রত্যাশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন